অগাস্ট ৮, ২০১৯
বাজেট অধিবেশন এক নজরেঃ বাজেট অধিবেশনে উল্লেখযোগ্য ভূমিকা নিল তৃণমূল কংগ্রেস

এবারের বাজেট অধিবেশনে তৃণমূল কংগ্রেস প্রচুর আলোচনায় অংশ নেয় এবং অনেক উল্লেখযোগ্য বিষয় উপস্থাপন করে শুন্য কালে, প্রশ্ন কালে এবং স্পেশ্যাল মেনশনের মাধ্যমে। এছাড়া, পয়েন্ট অফ অর্ডার, ইন্টারভেনশন এবং বিভিন্ন ক্ল্যারিফিকেশন চান।
লোকসভার তিনজন সাংসদ এবং রাজ্যসভার দুজন সাংসদ কেন্দ্রীয় বাজেট নিয়ে বক্তব্য রাখেন। লোকসভার নজন সাংসদ বিভিন্ন মন্ত্রকের কাছে অনুদানের দাবী করেন এবং লোকসভার একজন সাংসদ আর্থিক বিল নিয়ে বক্তব্য রাখেন।
যেসব গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হয়, সেগুলোর মধ্যে আছে দি জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল, দি আনলফুল অ্যাকটিভিটিজ প্রিভেনশন অ্যামেন্ডমেন্ট বিল, দি রাইট টু ইনফরমেশন অ্যামেন্ডমেন্ট বিল, দি আধার অ্যান্ড আদার লজ বিল, দি ন্যাশানাল মেডিক্যাল কমিশন বিল, দি কোড অন ওয়েজেস বিল, দি ব্যানিং অফ আনরেগুলেটেড ডিপোসিট স্কিমস বিল, দি ড্যাম সেফটি বিল, দি মুসলিম ওমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ বিল, দি কঞ্জিউমার প্রোটেকশন বিল, দি প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, দি ট্রান্সজেন্ডার পার্সন্স প্রোটেকশন অফ রাইটস বিল, দি সারোগেসি রেগুলেশন বিল এবং দুটি আরবিট্রেসন বিল।
এই নিম্নলিখিত সপ্তাহ ভিত্তিক লিঙ্কগুলিতে সমস্ত বিষয়গুলি দেখে দেওয়া যাবেঃ
প্রথম সপ্তাহ: নতুন অধ্যক্ষকে স্বাগত তৃণমূলের
দ্বিতীয় সপ্তাহ: জনগণের দাবি সংসদে তুলে ধরলেন তৃণমূল সাংসদরা
তৃতীয় সপ্তাহ: আধার থেকে শুরু করে নির্বাচনী সংস্কার – বাজেট অধিবেশনের তৃতীয় সপ্তাহে সংসদে সরব তৃণমূল
চতুর্থ সপ্তাহ: সংসদের অভ্যন্তর থেকে সংসদের বাইরে ধর্না – দিশাহীন বাজেট নিয়ে সরকারকে কোণঠাসা করল তৃণমূল
পঞ্চম সপ্তাহ: আধার বিল এবং বিলের বিবেচনা না করার বিরোধীতা করে তৃণমূল
ষষ্ঠ সপ্তাহ: প্রত্যাবর্তী তথ্যের অধিকার এবং তিন তালাক বিলের বিরোধীতা করলো তৃণমূল
সপ্তম সপ্তাহ: বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা করেন তৃণমূলের সাংসদরা
অষ্টম সপ্তাহ: জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল পাশ করানোর পদ্ধতি নিয়ে প্রতিবাদে তৃণমূল সাংসদদের ওয়াক আউট