Latest News

February 19, 2018

Brand Bangali to hold up for the world clothes made by Liluah Girls’ Home inmates

Brand Bangali to hold up for the world clothes made by Liluah Girls’ Home inmates

Articles of clothing made by inmates of Liluah Girls’ Home are soon going to be available for buying, and with time, are going to be exported too. They are going to be sold under the brand name of ‘Bangali’, a name coined by Chief Minister Mamata Banerjee herself.
The hostel is home to girls rescued from various places. They are given a stable life in the home, and given education and taught various things to make them self-sufficient in the future.
Under the initiative taken by the State Women and Social Welfare Department and the West Bengal State Commission for Protection of Child Rights, internationally-renowned fashion designer of Bangladesh, Bibi Russell was appointed to train the girl children.
They were given an eight-month long training, whose wonderful results would soon be partaken by all and sundry. The formal inauguration of Brand Bangali would take place on March 8, which is celebrated the world over as International Women’s Day.
As of now, the clothes are available at the Biswa Bangla stores. The money earned is given to the women who had made the clothes.

‘বঙ্গালি’ তকমায় লিলুয়া হোমের পণ্য বিশ্ব দরবারে

বিশ্ব দরবারে সমাদর পেয়েছে তাঁর ‘কন্যাশ্রী’। স্বীকৃতি পেয়েছে তাঁর ‘বিশ্ব বাংলা’ লোগো। এ বার মমতা বন্দ্যোপাধ্যায়েরই তৈরী করে দেওয়া ‘বঙ্গালি’লোগো নিয়ে নতুন উড়ান শুরু হচ্ছে লিলুয়া হোমের মেয়েদের।
মুখ্যমন্ত্রীর তৈরী করে দেওয়া ‘লোগো’ও ‘ব্র্যান্ড নেম’এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের প্রশিক্ষণকে সম্বল করে দেশ-বিদেশের বিস্তৃত পরিসরে নিজেদের তৈরি জিনিস নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন ওই হোমের আবাসিকেরা। তৈরী করতে চলেছেন নতুন পরিচয়। মুঠোয় ভরে নিতে চাইছেন অগাধ আত্মবিশ্বাস।
প্রশিক্ষণ কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন হোমের মেয়েদের হাতের কাজ শেখানো হয়। বিষয়টিকে এত ছোট জায়গায় আটকে না-রেখে বছর দেড়েক আগে একটু অন্য ভাবে ভেবেছিল সমাজকল্যাণ দপ্তর এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশন। বিবি রাসেল আট মাস ধরে প্রশিক্ষণ দিয়েছেন মেয়েদের।
রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের কথায়, ‘‘মাসখানেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লিলুয়া হোমে বিবি রাসেলের তত্ত্বাবধানে আবাসিকদের তৈরি জিনিসের বিপণনের জন্য ‘ব্র্যান্ড নেম’ ঠিক করে দিয়েছেন— ‘বঙ্গালি’। নিজেই এঁকে দিয়েছেন ব্র্যান্ডের লোগো।’’
লিলুয়া হোমে মেয়েদের গামছা, শাড়ি, স্কার্ফ, ব্যাগ, গয়নাগাঁটি বানানো শিখিয়েছেন হাতে ধরে। পুরোটাই নিখরচায়।’’ বঙ্গালিকে নিয়ে শুরু হচ্ছে ভাগ্যবিড়ম্বিত মেয়েদের ভাগ্য বদলানোর অধ্যায়।
আগামী আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করছে ‘ব্র্যান্ড বঙ্গালি’। আপাতত বিশ্ব বাংলার সব স্টলে এই ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যাবে। তার থেকে যে-টাকা আসবে, তা জমা হবে প্রস্তুতকর্তা মেয়েদের নামে।

Source: Anandabazar Patrika