Latest News

May 20, 2017

Blood donation camps across Bengal to mark the anniversary of Trinamool Govt

Blood donation camps across Bengal to mark the anniversary of Trinamool Govt

To celebrate the anniversaries of the oath-taking ceremonies of the first and second Trinamool Congress Governments in Bengal, blood donation camps are going to be organised across the State from May 20 till May 27.

Donating one’s blood is perhaps the greatest gift that one can give, as it means saving a life, and so, through these camps, Mamata Banerjee would be giving the message that Trinamool Congress has always stood by the people, and will do so always.

The camps are going to be organised at all the police station in the State from 8 pm to 11 pm.

Blood donation camps are also going to be organised at the panchayat and block levels. The camps are going to run for a month. The various clubs in the State are also going to organise such camps during this period.

Requirements for blood become acute particularly during the summer and so these camps would also help in fulfilling that demand.

Trinamool Congress has always stood by the needy, the poor and the downtrodden, and these blood donation camps are just another way of affirming it.

 

মা, মাটি, মানুষের সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান উৎসব

নিজের সরকারের বর্ষপূর্তিকে সামনে রেখে প্রবল গ্রীষ্মে রাজ্যের মানুষের রক্তসঙ্কট মেটাতে বিশেষ কর্মসূচি ঘোষণা করলেন জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, রাজ্য প্রশাসনের পাশাপাশি এই কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকবেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।

জননেত্রী ঘোষণা করেছেন, আগামী ২০ মে থেকে ২৭ মে রাজ্যজুড়ে রক্তদান উৎসব হবে।

২০ মে প্রথমবার ৩৪ বছরের অপশাসন ও রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে অগ্নিকন্যার নেতৃত্বে ইতিহাস সৃষ্টি করে বাংলায় ক্ষমতায় এসেছিল মা-মাটি-মানুষের সরকার। পরেরবার বিরোধীদের জোটবদ্ধ কুৎসা ও অপপ্রচার এবং কেন্দ্রীয় সরকারের সীমাহীন ‘প্রশাসনিক সন্ত্রাস’ উপেক্ষা করে মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল গরিষ্ঠতার মধ্য দিয়ে ২৭ মে ক্ষমতায় ফিরেছে জননেত্রীর সরকার। এই দু’দিন মানুষের পাশে থাকার জন্য বিশেষ কর্মসূচি নিয়েছেন তিনি।

২০ মে থেকে ২৭ মে বাংলার সমস্ত থানায় রক্তদান শিবির হবে। গরমের কারণে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত শিবির চলবে। প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলও এই কর্মসূচি পালন করবে। কর্মসূচি চলবে একমাস ধরে। রক্তদানের মতো মহৎ কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল নিজেদের ত্যাগ ও সেবার কথা আরও একবার মানুষের কাছে পৌঁছে দেবে।

সরকারের প্রতিষ্ঠা দিবস পালনে তিনি অভিনব এবং মানব ধর্মের সর্বশ্রেষ্ঠ দান ‘রক্তদান’ কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়ালেন। গরমের সময় রক্তদান কর্মসূচি নয়া ইতিহাস রচনা করবে রাজ্য।