সাম্প্রতিক খবর

জুন ৩, ২০১৯

বি. জে. পি বাংলাকে নেতিবাচক দৃষ্টিতে দেখানোর চেষ্টা করছে: মমতা বন্দ্যোপাধ্যায়

বি. জে. পি বাংলাকে নেতিবাচক দৃষ্টিতে দেখানোর চেষ্টা করছে: মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করে বি. জে. পি সমর্থকদের অশুভ স্বার্থ চরিতার্থ করতে গণমাধ্যমের একাংশের সাহায্যে বিদ্বেষপূর্ণ মতবাদ ছড়ানোর চেষ্টাকে তীব্র নিন্দা করেন। তিনি বলেন বি. জে. পি নিয়ন্ত্রিত ও প্রভাবিত এইসব গণমাধ্যমে ভুয়ো ভিডিও, ভুয়ো সংবাদ, ভুয়ো তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। সত্য ও বাস্তব ঘটনাকে ধামাচাপা দেওয়া হচ্ছে।

পড়ুন ওনার ফেসবুক পোস্টটি:

আমরা জনগণকে জানাতে চাই যে কিছু বি. জে. পি সমর্থক নিজেদের অশুভ স্বার্থ চরিতার্থ করতে গণমাধ্যমের একাংশের সাহায্যে বিদ্বেষপূর্ণ মতবাদ ছড়ানোর চেষ্টা করছে। বি. জে. পি নিয়ন্ত্রিত ও প্রভাবিত এইসব গণমাধ্যমে ভুয়ো ভিডিও, ভুয়ো সংবাদ, ভুয়ো তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। সত্য ও বাস্তব ঘটনাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। গণমাধ্যম নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কারণ এটা তাদের ব্যাপার। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর সহ বিভিন্ন মনীষী ও মহান সমাজ সংস্কারকদের জন্যে জনগণের চিন্তাধারায় বাংলার সম্প্রীতি, ঐক্য, প্রগতির ধ্যানধারণা তৈরি হয়েছে। কিন্তু বি. জে. পি র এমন অপকৌশলের ফলে বাংলাকে নেতিবাচক দৃষ্টিতে দেখানোর চেষ্টা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের মিটিং মিছিলের নির্দিষ্ট স্লোগানের বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই। প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্দিষ্ট স্লোগান আছে এবং সেই দল তার স্থানে সেই স্লোগান তুলতেই পারে। আমাদের যেমন আছে ” জয় হিন্দ।। বন্দেমাতরম”। বামপন্থীদের – ইনকিলাব জিন্দাবাদ। অন্যদেরও নির্দিষ্ট স্লোগান আছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের স্লোগানকে আমরা সম্মান করি।

“জয় সিয়া রাম, জয় রামজিকি, রাম নাম সত্য হ্যায়”- ইত্যাদি স্লোগানের ধর্মীয় ও সামাজিক সংজ্ঞা আছে। আমরা এই আবেগকে সম্মান করি। কিন্তু বি. জে.পি এই ” জয় শ্রীরাম” ধর্মীয় স্লোগানকে রাজনৈতিক স্লোগানে পরিণত করেছে এবং এর ফলে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমরা কখনোই আরএসএস এর এই ধর্মীয় স্লোগানকে বলপূর্বক রাজনৈতিক স্লোগান এ পরিণত করাকে মানতে পারিনা। বাংলা কখনো এ মেনে নিতে পারেনি,পারবে না। এই বিদ্বেষপূর্ণ মতাদর্শকে গুন্ডামি এবং হিংসার মাধ্যমে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের সকলের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।

কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায় কিন্তু চিরকালের জন্য সকলকে বোকা বানানো যায় না। জনগণকে ধর্মীয় মেরুকরণে বিভাজিত করার উদ্দেশ্যে ভ্রান্ত মতাদর্শকে চাপিয়ে দেওয়ার জন্য জনজীবনে হিংসার দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। অশুভ শক্তির বিনাশ করতে হবে। এই ধরনের বিভেদমূলক ও বিশৃঙ্খলার রাজনীতি যদি কোনো রাজনৈতিক দল করেও থাকে তাহলে সমগ্র পরিবেশ খুবই বিপজ্জনক হয়ে উঠবে এবং বুমেরাং হবে। সংবিধানে উল্লেখ্য দেশের ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমাদের সকলকে বি. জে. পি র এধরনের চেষ্টার বিরোধিতা করতে হবে। এই ধরনের বিদ্বেষপ্রসৃত রাজনীতির বিরোধিতা করে দেশ ও বাংলার মহান সংস্কৃতি ও ঐতিহ্যকে বজায় রাখার জন্য আমি সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি।

আসুন আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্ব করি।

জয় হিন্দ, জয় বাংলা, জয় হে।

ফেসবুক পোস্টের জন্য এখানে ক্লিক করুন