May 4, 2017
BJP is a party of rioters: Mamata Banerjee in Malda

In a sharp attack on the BJP, Bengal Chief Minister called them a party of rioters. She said they do not do any work and only make tall speeches and create divisions within people.
She slammed a BJP leader who had made insulting personal remarks about her: “How dare they question who my parents are, what is my religion? How arrogant of them. One BJP leader asked a few days ago if I am a male, a female or a transgender. How do they get the audacity?”
She reminded the BJP that religion stands for peace and love and not for hatred. “We worship Maa Durga and Maa Kali. We celebrate Eid too. We go to churches as well during Christmas. I am a Hindu. I perform Chandi path. We have Kali Puja at home. But that does not stop me from attending Eid celebration. Ramakrishna Paramahamsa and Swami Vivekananda are true Hindus, not them.”
She also warned the BJP that “if anyone tries to defame Bengal I will stand up to them; this is my matribhoomi and my karmbhoomi”. Regarding repeated incidents across the country of mobs beating up people on suspicions of possessing beef, the Chief Minister said, “Who are they to decide whether a person will eat goat’s meat or buffalo’s meat or beef or vegetables? Why does an actor have to give a clarification for the meat he ate? They want to control what a person will eat, wear, read or write. Binash kaale buddhi naash (loss of wisdom during times of destruction).”
বিজেপি দাঙ্গাবাজের দলঃ মালদায় মুখ্যমন্ত্রী
এদিন মালদার জনসভা থেকে আরও একবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি দাঙ্গাবাজের দল। ওরা কোন কাজ করে না, শুধু ভাষণ দেয় আর মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে”।
তিনি বলেন, “আমার মা কে, বাবা কে, আমার ধর্ম কি এইসব প্রশ্ন করছে। একজন বিজেপি নেতা জিজ্ঞেস করছেন আমি মেয়ে, ছেলে না হিজরা। কত আস্পর্ধা ওদের?”
তার কথায়, “ধর্ম মানে শান্তি, ধর্ম মানে ভালোবাসা। ধর্ম মানে হিংসা নয়। আমি মা দুর্গা, মা কালীকে যেমন পুজো করি, ঈদ যেমন পালন করি, বড়দিনে চার্চেও যাই। আমি চণ্ডী পাঠ করি, আমার বাড়িতে কালী পুজো হয়। কই কোন মুসলিম বন্ধু তো আমায় বলেন না কেন আমি ঈদে যাই?”
তিনি হুঁশিয়ারি দেন, “বাংলাকে যদি কেউ বদনাম করে আমি তা মেনে নেব না। কারণ বাংলা আমার মাতৃভূমি, কর্মভূমি। মানুষ ছাগল, মোষ না গরুর মাংস খাবে না লাউ বা কুমড়ো খাবে সেটা ওরা ঠিক করার কে? একজন অভিনেত্রীকে কৈফিয়ত দিতে হচ্ছে সে কিসের মাংস খেয়েছে, কেন তাকে কৈফিয়ত দিতে হবে ? মানুষ কি খাবে, কি পড়বে, কি লিখবে, কি পরবে সেটা ওরা ঠিক করার কে? বিনাশকালে বুদ্ধিনাশ”।