Latest News

May 25, 2016

BJP destroying culture of Bengal : Sudip Bandopadhyay

Leader of the party in Lok Sabha Sudip Bandopadhyay lashed out at the BJP during a press conference held at the Trinamool Bhavan on 24 May, 2016. He condemned the language used by the BJP State President and said that he is spreading canards, thus putting a black mark in the culture of Bengal.

He pointed out that the 46 AITC MPs in both the Houses of the Parliament are free to move at their will in the capital city and the Trinamool Congress will inform the Speakers of both the Houses about the threats made by the BJP State President. He said that the President of India will also be informed about the remarks made by the BJP State leadership.

Trinamool Secretary General Partha Chatterjee said that several BJP leaders in Bengal are trying to foment trouble in the State.

 

বাংলার সংস্কৃতি নষ্ট করছে বিজেপি: সুদীপ বন্দ্যোপাধ্যায়

গতকাল তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, “উনি যে ভাষায় কথা বলছেন তাতে বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে, বাংলার চারদিকে উত্তেজনা ছড়াচ্ছে”।

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট ৪৬ জন সাংসদ রয়েছেন। তৃণমূল কংগ্রেস এই বিষয়টি লোকসভা ও রাজ্যসভার স্পিকারকে জানাবে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ফিরলে তাকেও বিষয়টি জানানো হবে এবং তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন বিজেপির কিছু নেতারা বাংলায় উত্তেজনা তৈরির চেষ্টা করছেন।