October 10, 2017
#BiswaBanglayBiswaCup – Extensive online promotion for FIFA U-17 World Cup in Bengal

The Bengal Government is making every effort to promote the state on the back of the FIFA Under-17 World Cup. With the world’s attention on the city, this is the best time to promote Kolkata and Bengal. The government is using both online and offline methods to promote the state.
For example, the hashtag #BiswaBanglayBiswaCup is being extensively used on Twitter, Facebook and other online platforms to promote the government’s activities. All advertising, both online and offline, regarding the World Cup has the tagline ‘Biswa Banglay Biswa Cup’, along with the logo of FIFA.
Teasers have been put up across the city, with the tagline ‘Ebar Khela, Jombe Bangla’, coined by Chief Minister Mamata Banerjee herself, the big football fan that she is. The State Government has been spreading the brand, Biswa Bangla, again a conception of Mamata Banerjee, across Facebook, Twitter, YouTube, Instagram and across the State Government’s websites.
A separate website has been created on the World Cup and related facilities like health, police, etc. A YouTube channel has been set up where a music video specially created for the World Cup by the State Government has been uploaded, whose lyrics and music are both by the Chief Minister. The video has been a massive hit, as proved by the number of clicks.
Needless to say, behind the planning and execution, the hand of the Chief Minister was everywhere. Mamata Banerjee took an active part in the whole planning for the mega tournament and was intent on making Kolkata the best host city in every way.
ফুটবল ঘিরে বাংলার চোখ ডিজিটালে
বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড তো ছিলই। সেই সঙ্গে যুব বিশ্বকাপের আগমনে এখন সরগরম কলকাতা। রাজ্য সরকারের নতুন স্লোগানও তাই দুইয়ের বন্ধনে নজরকাড়া— #বিশ্ববাংলায়বিশ্বকাপ!
সামনে ‘হ্যাশট্যাগ’-এর অর্থ সহজবোধ্য। এই আধুনিক দুনিয়ায় বিপণনের কোনও দরজাই বন্ধ রাখতে চায় না রাজ্য সরকার। সেখানে প্রধান পথই ‘ডিজিটাল’। লক্ষ্য একটাই— যুব বিশ্বকাপে রাজ্যকে তার শতাব্দী প্রাচীন যাবতীয় ঐশ্বর্য-সহ দুনিয়ার সামনে এক ‘ক্লিকে’ হাজির করা।
তাই হ্যাশট্যাগ-স্লোগান যেমন আছে, তেমনই আছে শহরজুড়ে বিশ্বকাপের ‘টিজার’। পুজো পর্যন্ত যা ছিল, ‘গৌরবের শহরে গর্বিত আমরা’। বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তেই তা পাল্টে হয়েছে— ‘এবার খেলা, জমবে বাংলা’। মুখ্যমন্ত্রীর লেখা এই টিজার নিয়ে জোর প্রচার শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে।
ফুটবল-উৎসবে যোগ দিতে বাংলায় আসার আগেই বিশ্ববাসী যাতে জমাটি আবহের আঁচ পেতে পারে, তার জন্য ওয়েবসাইট, ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম— সর্বত্রই ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ড ছড়িয়ে দিয়েছে রাজ্য।
ওয়েবসাইটে মিলছে বাংলার ফুটবল, ঐতিহ্য, পর্যটন, খাবারের হদিস। সেই সঙ্গে পুলিশ, চিকিৎসা-সহ জরুরি পরিষেবা সংক্রান্ত তথ্যও। চাইলে এই ওয়েবসাইট থেকেই খেলার টিকিট কাটতে পারেন দর্শকেরা।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোর প্রচারের পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের আকর্ষণ করতে চলছে নানা প্রতিযোগিতাও।
Source: Anandabazar Patrika