সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১৮, ২০১৯

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৯ এর আনুষ্ঠানিক ঘোষণা

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৯ এর আনুষ্ঠানিক ঘোষণা

সকলকে সঙ্গে নিয়ে চলার ভাবনা নিয়ে‘বিশ্ববাংলা শারদ সম্মান ২০১৯ এর আনুষ্ঠানিক ঘোষণা করা হল। নিয়মমতো ঐদিন থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পুজো উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর। কলকাতা তথ্যকেন্দ্রে দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত আবেদনপত্র পাওয়া যাবে। আচার্য জগদীশচন্দ্র বোস রোডের বিশ্ববাংলা শারদ সম্মানের কার্যালয় থেকেও এই আবেদনপত্র পাওয়া যাবে। অনলাইনেও আবেদন করা যাবে।

অন্যান্য বারের মত এবারেও বিদেশের পুজোকে সম্মান জানাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর। জেলা ও কলকাতার পুজো পরিদর্শনে চতুর্থী থেকেই বেরিয়ে পড়বেন বিচারকরা। শুধু কলকাতা বা জেলা নয়, পুরস্কারের জন্য বেছে নেওয়া হবে দেশের সেরা পুজোগুলিকেও। বিদেশের পুজোগুলো সাধারণত তিথির নির্ঘণ্ট মেনে হয় না। সপ্তাহান্তে হয়ে থাকে। তাঁরা আবেদন করতে পারবেন অনলাইনে। একইভাবে রাজ্যের বাইরের পুজোগুলিও অনলাইন আবেদনের ভিত্তিতে অংশগ্রহণ করতে পারবে।

বিজয়ীদের পুরস্কৃত করা হবে পুজো পরবর্তী সময়ে। সেরা প্রতিমাগুলিকে নিয়ে প্রতিবারের মত কার্নিভাল হবে ১১ই অক্টোবর চতুর্দশীর দিন।
সৌজন্যে- আজকাল