Latest News

October 9, 2017

Bishorjon Carnival a huge success with total viewership of over 1 crore

Bishorjon Carnival a huge success with total viewership of over 1 crore

According to scriptures, Durga Puja may have ended on Dashami but the Bishorjon Carnival brought the festival in Kolkata to a glorious end on October 3 – in fact, more than one crore people watched it online across the world, which is a big achievement, plus of course the crores who watched the live broadcast on television and the few hundred who watched it from the stands.

The best Durga Pujas of Kolkata and its suburbs had their idols, and portions of the themes and decorations as well, loaded onto trailers as tableaux and paraded along Red Road to the rapturous applause of a huge crowd, led by Chief Minister Mamata Banerjee and some of the well-known personalities of Bengal from field of culture.

The carnival is being organised by the Bengal Government since 2016 as a way to popularise Durga Puja across the world. The carnival is slowly turning out to be a favourite among foreign tourists interested in the culture and rituals of Bengal.

This year, 66 Durga Puja organisers participated, up from 39 last year. The history and culture of Bengal and unity in diversity – which has been an ever-present aspect of Bengal over the ages – as well as current issues and aspects of the State Government’s work were on display through the numerous tableaux.

Chhau dance, FIFA Under-17 World Cup, Kanyashree, Safe Drive Save Life, Sabuj Sathi, baul singers belting out their mesmerising numbers and many other themes were on display.

Something which grabbed the attention of everyone this year was the presence of women dhakis (‘drummers’) dressed in wonderful sarees with almost all the tableaux.

অনলাইন মিলিয়ে বিসর্জন কার্নিভ্যাল দেখেছে ১ কোটি মানুষ

রেড রোডে বিশ্বের সেরা পুজো কারনিভ্যালের সাক্ষী রইল ১ কোটি মানুষ। রেড রোড জুড়ে বসার জায়গা উপচে উঠে, ওয়েবকাস্টিং এবং টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে বিশ্বের নানান প্রান্তে থাকা কোটি কোটি মানুষ ওইদিন উপভোগ করলেন বাংলার বিসর্জন কারনিভ্যাল। রাজ্য সরকারের উদ্যোগে দ্বিতীয়বার অনুষ্ঠিত হওয়া এই কার্নিভ্যালকে লেন্সে বন্দী করতে অসংখ্য বিদেশী পর্যটক, ফোটোগ্রাফার ভিড় করেছিলেন রেড রোডে।

সেখানে বাংলার ৬৬টি সেরা পুজোর উদ্যোক্তারা তাদের পুজো পরিক্রমাকে শৈল্পিক ধাঁচে কার্নিভ্যালে অংশগ্রহণ করে বিশ্ববাসীর কাছে বাংলার সর্বধর্ম সমন্বয়ের ছবিটিই তুলে ধরলেন। তুলে ধরলেন বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে।

বিশ্বের সেরা জনপরিষেবামূলক প্রকল্প কন্যাশ্রী রাষ্ট্রসংঘের মঞ্চে সেরার শিরোপা পেয়েছে। কন্যাশ্রী বা অনূর্ধ্ব ১৭ যুব ফুটবল বিশ্বকাপের ট্যাবলো থেকে শুরু করে ছৌ নাচ বা বাউল সঙ্গীত, সব মিলিয়ে রেড রোডে পুজো কার্নিভ্যাল বিশ্বের সেরা কার্নিভ্যালের শিরোপা ছিনিয়ে নিল। যার একমাত্র কৃতিত্ব প্রাপ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ফেসবুকে লেখেন, ‘গতবারের সাফল্যের পর এবারও রাজ্য সরকারের উদ্যোগে ভালো কার্নিভ্যাল হয়েছে। রাজ্য সরকারের কন্যাশ্রী ও সবুজসাথীর সঙ্গে যুব বিশ্বকাপ নিয়ে পুজো কমিটিগুলির ট্যাবলোর থিম খুব ভালো লেগেছে। বহু বিদেশী পর্যটক যে বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে চাক্ষুষ করতে পেরেছে কার্নিভ্যালের দৌলতেই।’

এবারের কার্নিভ্যালের দেখার মতো ছিল মহিলা ঢাকির সংখ্যা। প্রায় প্রতিটি কমিটির সঙ্গেই তাদের দেখা যায়। মহিলা ঢাকিরা শাড়িতে সেজে জমিয়ে দেন রেড রোডের প্রাঙ্গন। কন্যাশ্রীর বিশ্বজয়ের ট্যাবলো প্রত্যক্ষ করল বিশ্ববাসী। ট্যাবলোতে সেফ ড্রাইভ সেভ লাইফ ট্যাবলো সবার নজর কাড়ে।