Latest News

May 15, 2017

Bhatora gets the perfect Mother’s Day gift – a waiting hub for pregnant women

Bhatora gets the perfect Mother’s Day gift – a waiting hub for pregnant women

Bhatora, the lone island area in Howrah district, got the perfect gift for Mother’s Day yesterday – a waiting hub for pregnant women. The island is surrounded by the rivers Mundewari and Rupnarayan.

This is the fourth such waiting hub, or waiting hut, as it is also called, being set up by the State Government, after the three set up in the Sundarbans.

This is a crucial addition to the health infrastructure of the region. Deliveries would be carried out at the hub by a team of doctors and nurses. The team will function round the clock. The hub will have the capacity to accommodate 10 pregnant women at a time.

This is another step towards ensuring 100 per cent institutional delivery in Howrah district – at present it is 96.1 per cent.

Presently, pregnant women from the island, which has a population of around 25,000, have to be taken across the Mundeswari River to hospitals in Joypur or Bagnan.

 

গর্ভবতী মহিলাদের জন্য আরও একটি ওয়েটিং হাব তৈরী করছে রাজ্য সরকার

হাওড়া জেলার ভাতোরা দ্বীপে গর্ভবতী মহিলাদের জন্য একটি ওয়েটিং হাব তৈরী করছে রাজ্য সরকার। মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদী বেষ্টিত এই দ্বীপ। গতকাল মাতৃ দিবসের উপলক্ষে এই উপহার পেল হাওড়া জেলা।

এই নিয়ে ৪টি ওয়েটিং হাব তৈরী করল রাজ্য সরকার। এর আগে সুন্দরবনে তিনটি ওয়েটিং হাব তৈরী করা হয়েছে।

এই জেলার স্বাস্থ্য পরিকাঠামোয় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানেই ডেলিভারি করানো হবে। ডাক্তার ও নার্সদের একটি টিম দিনরাত্রি এখানে উপস্থিত থাকবে। একসাথে ১০ জন গর্ভবতী মহিলার চিকিৎসা হবে এই হাবে।

হাওড়া জেলায় ইন্সটিটিউশন ডেলিভারি ১০০ শতাংশ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে হাওড়া জেলায় ইন্সটিটিউশন ডেলিভারি ৯৬.১ শতাংশ।

এই এলাকার জনসংখ্যা প্রায় ২৫০০০। এখানকার গর্ভবতী মহিলাদের মুণ্ডেশ্বরী নদী পাড় হয়ে যেতে হয় জয়পুর বা বাগনানের হাসপাতালে। এটি তৈরী হলে সেই সমস্যা আর থাকবে না।