অক্টোবর ২৪, ২০১৯
সেরা চার প্রতিমা আর্ট গ্যালারিতে

যারা এবছরের শারদোৎসবে কলকাতার অন্যতম সেরা চার দুর্গাপ্রতিমা দেখার সুযোগ পাননি তাদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রীর আগ্রহে এবার সেই নান্দনিক প্রতিমাগুলি স্থান পাচ্ছে রবীন্দ্র সরোবরের আর্ট গ্যালারিতে। এবছর যে মাতৃপ্রতিমা ঠাই পাবে সেই পুজো কমিটিগুলি হল – যোধপুর পার্ক, হিন্দুস্থান পার্ক, আলিপুর গোপালনগরের ৭৮ পল্লী ও বড়িশা ক্লাব।
সাত বছর আগে দুর্গা প্রতিমা নিয়ে ওই প্রদর্শনী সূচনার সময়েই “মা ফিরে এল’ নামকরণও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১২ সালের দুর্গাপুজোর পরই মুখ্যমন্ত্রীর নির্দেশে রবীন্দ্র সরোবরে কেএমডিএ-এর একটি বিশেষ আর্ট গ্যালারি তৈরী করে সেখানে সেরা প্রতিমাগুলি রাখার ব্যবস্থা হয়। ওই বছর ১২ই ডিসেম্বর পাঁচটি প্রতিমা নিয়ে নবনির্মিত গ্যালারির উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। আর্ট গ্যালারির পাশাপাশি নিউ টাউনের ইকো পার্কেও একাধিক পুজো কমিটির নান্দনিক মাতৃমুর্তি বসানো হয়েছে।
রবীন্দ্র সরোবরের এই আর্ট গ্যালারিতে প্রতিমার গ্যালারিতে উচ্চক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হচ্ছে শীঘ্রই। গ্যালারিটিকে সুসজ্জিত করার পাশাপাশি শহরের রাস্তায় স্থায়ী পথনির্দেশ বসাতে এদিন নির্দেশ দিলেন পুরমন্ত্রী। উল্লেখ্য, কলকাতার পুজো ও উৎসব নিয়ে গবেষণা করেন এমন বহু বিদেশীও এই আর্ট গ্যালারিতে এসে মাঝে মধ্যেই পুরনো দুর্গাপ্রতিমার শিল্পকলার দীর্ঘক্ষণ নিরীক্ষণ করেন।
সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন