December 27, 2017
Hurried launch of GST has made indirect tax system more primitive than VAT regime: Dr Amit Mitra

The hurried launch of the Goods and Services Tax (GST), without proper infrastructure in place, has made the indirect tax system more primitive than the VAT (Value-Added Tax) regime, said Bengal Finance Minister, Dr Amit Mitra recently at a function organised by Federation of Indian Export Organisation (FIEO).
The Centre, he said, is using the ledger for manual record of refunds due to lack of interface between the GST network and customs Electronic Data Interchange (EDI) as well as the Directorate General of Foreign Trade (DGFT). Even in the VAT system, there was no manual intervention in the entire process of filing of returns.
This was one reason why the Bengal Government had asked the Centre to push back the date of GST launch, the minister said.
Citing a parliamentary committee report, he said that owing to the GST system, exporters were unable to get refunds and a sharp liquidity crunch has gripped the majority of exporters due to blocking of funds, with at least 10 to 15 per cent of their working capital getting locked.
He expressed concern about the job losses due to less business in the gems and jewellery sector, and the small and medium enterprises (SME) sector and the unorganised sectors, which are cash-based.
Significantly though, Dr Mitra said despite the GST-related hurdles, the overall growth of exports from West Bengal would continue. During the 2016-17 fiscal, export from the state was worth Rs 53,649 crore, which is expected to touch Rs 75,000 to 80,000 crore by the 2019-20 fiscal. Some 10 items account for almost two-thirds of the total exports from the state with jewellery, fishery and leather among the majors.
জিএসটি দেশের পরোক্ষ কর ব্যবস্থাকে ভ্যাটের থেকেও পিছিয়ে নিয়ে গেছেঃ অমিত মিত্র
ফেডেরেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের উদ্যোগে এক অনুষ্ঠানে বাংলার অর্থমন্ত্রী বলেন, কোনও পরিকাঠামো ছাড়া হঠকারীভাবে জিএসটি লাগু করে কেন্দ্রীয় সরকার দেশের পরোক্ষ কর ব্যবস্থাকে ভ্যাটের থেকেও পেছনে নিয়ে চলে গেছে।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কর আদায়ের সমস্ত তথ্য হাতে লেখা লেজারে নথিভুক্ত করছে, যেহেতু জিএসটি নেটওয়ার্ক এবং কাস্টমস ইলেক্ট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ এবং ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের ইন্টারফেসের মধ্যে কোনও সামঞ্জস্য নেই। এমনকি ভ্যাট পরিকাঠামোতেও কর আদায় হাতে লিখে সংরক্ষন করা হত না।
মন্ত্রী বলেন, ঠিক এই কারণেই রাজ্য সরকার বারবার কেন্দ্রীয় সরকারকে জিএসটি লাগু করার তারিখ পিছোতে বলেছিল।
সংসদীয় কমিটির রিপোর্ট উল্লেখ করে তিনি বলেন, জিএসটি লাগু করার ফলে রপ্তানিকারীরা তাদের মালের দাম পাচ্ছে না; শীর ভাগ রপ্তানিকারীদের নগদ টাকার সমস্যা হচ্ছে। তাদের টাকার ১০ থেকে ১৫ শতাংশ আটকে থাকছে।
গয়না শিল্পে ব্যবসার অভাবে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন; ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অসংগঠিত ক্ষেত্র যেসব জায়গায় নগদ টাকায় ব্যবসা চলে, সেসব ব্যবসাও চরম ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেন তিনি।
মন্ত্রী বলেন, জিএসটির বাধা সত্ত্বেও রাজ্য থেকে রপ্তানি অব্যাহত থাকছে। ২০১৬-১৭ অর্থবর্ষে রাজ্য থেকে রপ্তানি হয়েছিল ৫৩৬৪৯ কোটি টাকা মূল্যের, যা ২০১৯-২০ অর্থবর্ষের মধ্যে ৭৫০০০ থেকে ৮০০০০ কোটি টাকা ছুঁয়ে ফেলবে বলে আশা করা যায়।
Source: Millennium Post