Latest News

September 1, 2016

Bengal will not be stopped by bandhs: Chief Minister Mamata Banerjee

Bengal will not be stopped by bandhs: Chief Minister Mamata Banerjee

West Bengal Government, taking a stand to stop the menace of strikes and bandhs, is going all out to prevent the strike called by Left trade unions on September 2.

Bengal will not be stopped, announced Bengal Chief Minister Mamata Banerjee.

The Chief Minister urged everybody to join their workplaces as all educational institutions, offices, shops and establishments and factories will remain open.

She added that vehicles will ply normally and public transport will not be hindered. There will be strongest possible action against any miscreants who try to disrupt public life, she said.

The Government will arrange for due compensation for any damage caused by miscreants to any vehicle or shop or establishment, the Chief Minister said in a post on social media.

 

বাংলা সচল থাকবেঃ মুখ্যমন্ত্রী

আগামী ২ সেপ্টেম্বর বামপন্থী ট্রেড ইউনিয়ন ডাকা বনধকে ব্যর্থ করতে এবং ধর্মঘটের নামে মানুষকে ভয় দেখানোর প্রতিবাদে ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা বাংলা সচল থাকবে।

ওই দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, দোকান-বাজার এবং কারখানা খোলা রাখার এবং সকলকে তাদের কর্মস্থানে যোগ দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক ও সচল রাখতে হবে যাতে জনজীবন ব্যাহত না হয়। দুষ্কৃতিরা জনজীবনে কোন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর ভাবে তা মোকাবিলা করবে।

যানবাহন বা দোকান-বাজারের কোনরকম ক্ষয়ক্ষতি হলে সরকার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেন মুখ্যমন্ত্রী।