August 10, 2016
Bengal Tourism Dept setting up ropeways in Purulia and Bankura

The West Bengal Tourism Department is taking initiatives to set up ropeways in Mukutmanipur in Bankura and Ayodhya Hills in Purulia.
State Tourism Minister Gautam Deb said that already initial steps have been taken for the project. Purulia is being projected as a prime tourist destination; a tourism information centre is also being set up there.
A day-care centre is also being set up in Ayodhya Hills to facilitate the tourists, along with watchtowers and cottages, the Minister said. A branch of the State Tourism Development will also be opened at the district administrative building, he said.
পুরুলিয়া-বাকুঁড়ায় রোপওয়ে চালু করছে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ
বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে রোপওয়ে চালু করছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর।
রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, ইতিমধ্যেই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। পুরুলিয়ায় একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। পুরুলিয়ার সৌন্দর্য আরও ভাল ভাবে পর্যটকদের সামনে তুলে ধরার জন্য আমরা অযোধ্যায় পরিকাঠামোর উন্নয়নে জোর দিচ্ছি।
অযোধ্যা পাহাড়ের নীচে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের লোয়ার ড্যাম থেকে পাহাড়ের উপর আপার ড্যাম অবধি প্রায় আট কিলোমিটার দীর্ঘ হবে রোপওয়েটি, এর জন্য বরাদ্দ খরচের পরিমাণ ১০ কোটি টাকা।
অযোধ্যা পাহাড়ে ৪ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হবে। পুরুলিয়া জেলাশাসকের দপ্তরে খোলা হবে ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। এছাড়া, অযোধ্যা পাহাড়ের পাদদেশে পর্যটকদের জন্য চালু হবে ডে-কেয়ার সেন্টার।