Latest News

September 26, 2017

Bengal Tourism Dept launches maps for locating Durga Puja pandals

Bengal Tourism Dept launches maps for locating Durga Puja pandals

The Bengal Tourism Department has brought out a set of maps to help people in locating the well-known Durga Puja pandals all over Bengal.

The maps are available on the website created by the department specially for Durga Puja (click here)

There are 25 maps in total. There is a map for the whole of Kolkata, and the city also has four zonal maps – North Central, Port, South Suburban and South West, South and South East. Besides Kolkata, there is a separate map for Siliguri, and then there are maps for 19 districts.

There is also a facility for searching by the name of a Durga Puja pandal.

 

দুর্গা পুজোর প্যান্ডেলের ম্যাপ তৈরি করল রাজ্য পর্যটন দপ্তর

রাজ্যবাসীর জন্য সুখবর। সারা রাজ্যে দুর্গা পুজোর প্যান্ডেলগুলি খুঁজে পেতে যাতে সকলের সুবিধা হয়, তাই রাজ্য পর্যটন দপ্তর একগুচ্ছ ম্যাপ তৈরি করেছে।

দুর্গা পুজোর জন্য তৈরি পর্যটন দপ্তরের ম্যাপগুলি এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

মোট ২৫টি ম্যাপ আছে। একটি ম্যাপ আছে পুরো কলকাতার জন্য। কলকাতাকে চার ভাগে ভাগ করা হয়েছে: উত্তর-মধ্য, বন্দর, দক্ষিণ শহরতলি ও দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব।

কলকাতা ছাড়া বাকি জেলারও ম্যাপ আছে। শিলিগুড়ির একটি পৃথক ম্যাপ আছে।

এই ওয়েবসাইটে দুর্গা পুজো প্যান্ডেলের নাম লিখলেও ম্যাপে সেটার অবস্থান খুঁজে পাওয়া যাবে।