March 15, 2018
Bengal tops the country in small savings collections

For the third year in a row, Bengal tops the list of states in gross small savings collections, and rural Bengal fares much better than the urban centres, reveals a recently-released survey by the Union Finance Ministry.
Beating the likes of Uttar Pradesh, Gujarat and Maharashtra (in that order) for three consecutive years, data compiled by the National Savings Institute (NSI) shows Bengal collected Rs 63,392 crore from small savings schemes of post offices in FY 2016-17, surpassing its gross deposit target by a whopping Rs 6,000 crore.
This comes despite successive cuts in interest rates on small savings schemes, including Public Provident Fund, with effect from April 1, 2016. The Bengal Government extensively used folk art groups to reach out to the rural population through street plays, kabigaan and posters.
The NSI survey reveals that rural Bengal scores much better than urban Bengal in small savings collections. While north Bengal is way ahead over south Bengal, Cooch Behar leads among the districts, followed by Jalpaiguri and Darjeeling.
স্বল্প সঞ্চয় প্রকল্পে দেশের সেরা বাংলা
স্বল্প সঞ্চয় প্রকল্পে সংগ্রহীত অর্থের পরিমানের হিসেবে সারা দেশে আবারও সেরা বাংলা। এই নিয়ে টানা তিনবার শীর্ষ স্থান পেয়েছে রাজ্য। শহরাঞ্চলের তুলনায় স্বল্প সঞ্চয়ে গ্রাম বাংলার মানুষই বেশি টাকা জমিয়েছেন – এমনটাই বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক সমীক্ষা।
উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রর মত রাজ্যগুলিকে পিছে ফেলে দিয়ে তৃতীয়বারের জন্য শীর্ষে বাংলা। National Savings Institute (NSI) এর সমীক্ষা অনুযায়ী, ২০১৬-১৭ সালে বাংলায় পোস্ট অফিসের মাধ্যমে সঞ্চয়ের পরিমাণ ৬৩,৩৯২ কোটি টাকা। এই অর্থের পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে ৬০০০ কোটি টাকা বেশি।
একদিকে যখন কেন্দ্রীয় সরকার একের পর এক সুদের হার কমিয়ে দিচ্ছে, এই সমীক্ষার ফল এটাই প্রমাণ করে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মানুষ এখন অনেকটাই সচেতন। গ্রামাঞ্চলে পথনাটিকা, কবিগান, পোস্টারের মাধ্যমে সচেতনতা প্রচার করেছে সরকার।
স্বল্প সঞ্চয়ে দক্ষিণবঙ্গকে টেক্কা দিয়েছে উত্তর। জেলাগুলির মধ্যে সেরা কুচবিহার। জলপাইগুড়ি ও দার্জিলিং যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।