July 7, 2016
Bengal to set up three biotechnology hubs

The West Bengal Government has taken up a project to set up three biotechnology hubs across the State, which is aimed to bring in more biotechnology innovations to the State, thereby improving the socio-economic life of the people.
The Biotechnology Department of the State has already taken up an elaborate scheme to not only tie up with other departments like Agriculture, Fisheries and Food Processing to increase the productivity and quality of various products, but to also provide germ-free food to the common people.
The three proposed biotechnology hubs will come in Bardhaman, Kalimpong and Medinipur districts; they will help in the co-ordination of various departments with the Biotechnology Department in a better way.
West Bengal has a rich biodiversity of crops, vegetables, fruits, flowers and other plant resources.
বাংলায় তিনটি বায়োটেকনোলজি হাব স্থাপনের পরিকল্পনা রাজ্যের
রাজ্য সরকার তিনটি বায়োটেকনোলজি হাব স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এর প্রধান উদ্দেশ্য হল রাজ্যের জৈবপ্রযুক্তি জনগণের আর্থ-সামাজিক জীবন উন্নত করা।
রাজ্যের বায়োটেকনোলজি বিভাগ ইতিমধ্যে একটি বিশদ প্রকল্প গ্রহণ করেছে। শুধুমাত্র কৃষি, মৎস্যচাষ, খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগকে একসাথে করার জন্যও নয় খাদ্যের গুনগত মান ও পরিমান বৃদ্ধি করতে এবং মানুষকে জীবাণু মুক্ত খাদ্য প্রদান করার জন্য এইসব প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনটি প্রস্তাবিত বায়োটেকনোলজি হাব তৈরি হওয়ার প্রস্তাব এসেছে। এগুলি তৈরি হবে বর্ধমান, কালিম্পং এবং মেদিনীপুরে। এর ফলে বায়োটেকনোলজির সঙ্গে বিভিন্ন বিভাগের সমন্বয় তৈরি হবে।
পশ্চিমবঙ্গ ফসল, সবজি, ফল, ফুল এবং অন্যান্য উদ্ভিদ সহ জীববৈচিত্র্য সমৃদ্ধ।