April 14, 2017
Bengal to set up check posts to ensure no animals are killed by vehicles

The Bengal Forest department is planning to set up check posts in Gorumara and Lataguri to check the speed limit of vehicles which often lead to accidents killing wild animals.
The Forest department has taken up an elaborate scheme to set up two check posts along the two forest ranges beside National Highway-31. The Forest department has also fixed the upward limit of speed at 40 kmph along the stretches that go through the forest areas. CCTVs will also be installed at the check posts.
The Forest department officials believe that the move will be able to check the deaths of animals by accidents.
বন্যপ্রাণীর মৃত্যু এড়াতে গরুমারায় বসছে চেকপোস্ট
যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করতে গরুমারা ও লাটাগুড়িতে চেক পোস্ট তৈরি করছে রাজ্য বন দপ্তর।
দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে অনেক সময়ই এখানে পশুমৃত্যু ঘটে। এই উদ্যোগের ফলে ৩১ নম্বর জাতীয় সড়কে যেমন দুর্ঘটনা কমবে, তেমনই বন্যপ্রাণীদের মৃত্যুও এড়ানো যাবে।
গরুমারা-লাটাগুড়ি অঞ্চলে গতিবেগের সীমা ঘন্টায় ৪০ কিমি বেঁধে দিচ্ছে বনদপ্তর। চেকপোস্টগুলিতে বসানো হবে সিসিটিভি।
বন্যপ্রাণী মৃত্যু এড়ানো ছাড়াও এর ফলে তাদের বিরক্ত প্রবণতাও কমানো যাবে বলে মনে করা হচ্ছে।