Latest News

June 17, 2016

Bengal to review supply of agricultural produce every fortnight

Bengal to review supply of agricultural produce every fortnight

In a bid to contain rising prices, the West Bengal Government on Thursday decided to review the supply of agricultural produce in the market every 15 days and fix their rates if necessary, an official statement said.

A high-level meeting attended by Chief Minister Mamata Banerjee and heads of various related departments also decided to sell potatoes in areas where the required government infrastrcuture was available so as to ensure the price of the tuber did not exceed Rs 14 a kilo.

“Our plan is to make the state self-sufficient in potato seeds. We will also increase production of green chillies, pulses and onions,” said the statement.

To prevent distress sale by farmers and ensure they gate fair price for their crops and vegetables, 30 air-conditioned vehicles are operational in the state. Similarly to protect the interest of fishermen, 25 other air-conditioned vehicles are operational.

Fifty more air-conditioned vehicles would be deployed in the next few days with regard to the food processing sector, said the statement, adding the state government would also take up food processing projects on public-private-partnership model by using improved technology.

 

মূল্যবৃদ্ধি রোধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মূল্যবৃদ্ধি রুখতে এবার কড়া পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের বৈঠক হয়। এই বৈঠকে প্রতি ১৫ দিন অন্তর কৃষিজাত পণ্যদ্রব্যের মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনে মূল্য নির্ধারণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি খোলা বাজারে দাম নিয়ন্ত্রণ করতে ১৪ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য।

বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের পরিকল্পনা যথেষ্ট পরিমানে আলু বীজ উৎপন্ন করা এছাড়া লঙ্কা, ডাল, পেঁয়াজ ইত্যাদির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।

কলকাতার পুরবাজার ও ৩০টি সুফল বাংলা স্টল থেকে আলু বিক্রি করা হবে। একইরকমভাবে বিভিন্ন জেলার কৃষি বিপণন দপ্তরের স্টল থেকেও ন্যায্য দামে আলু পাওয়া যাবে।

বেশি উৎপাদন হলে যাতে কৃষকরা অভাবী বিক্রি করতে বাধ্য না হন তার জন্য আরও ৫০টি শীততাপ নিয়ন্ত্রিত যান, মাছের জন্য ২৫টি যান কেনা হবে।

বিবৃতি অনুযায়ী খাদ্য প্রক্রিয়াকরণের জন্য আরও ৫০টি শীততাপ নিয়ন্ত্রিত যান আগামী কয়েকদিনের মধ্যেই কেনা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সরকারি-বেসরকারি-অংশীদারিত্ব মডেলে খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্প গ্রহণ করা হবে।