March 11, 2018
Bengal to develop sweetwater fish hatcheries in the Andaman and Nicobar Islands

Sweetwater fishes like rohu, catla and mrigel are soon going to be cultivated in the Andaman and Nicobar Islands too. The hatchlings and fish feed required for the purpose are going to be supplied by the Fisheries Department of the Bengal Government.
About 50 metric tonnes of feed would be transported via ships, the first 10 metric tonnes of which would be transported during this month. Earning from this would amount to Rs 4.5 crore. Later, hatchlings would be transported via planes.
These would be the first such hatcheries in the islands and it is the Bengal Government which would be setting them up.
আন্দামান নিকোবরে রুই-কাতলার চাষ করতে সাগর পাড়ি মৎস্য উন্নয়ন দপ্তরের
রুই, কাতলা, মৃগেলের চাষ হবে এবার সুদূর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও। সেজন্য মাছের চারা, খাবার, ওষুধের মতো সাজসরঞ্জাম নিয়ে সাগর পাড়ি দেওয়ার তোড়জোড় শুরু করল রাজ্য সরকার।
কর্ড, সার্ডিন, ম্যাকারেলের পাশাপাশি টাটকা রুই, কাতলা, মৃগেল এবার চাষ হবে সমুদ্রঘেরা আন্দামান নিকোবরেও। প্রয়োজনীয় উপকরণ, সরঞ্জাম সেখানে সরবরাহ করবে মৎস্য উন্নয়ন নিগম। পাশাপাশি বাংলার পাতেও মিলবে পমফ্রেট, সার্ডিন, ম্যাকারেল সহ একাধিক সামুদ্রিক মাছ।
সব মিলিয়ে ৫০ মেট্রিক টন মাছের খাবার পাঠানো হবে। চলতি মাসে, প্রথম ধাপে ১০ মেট্রিক টন মাছের খাবার সমুদ্রপথে আন্দামান নিকোবরে পাঠাতে চলেছে পর্ষদ। এ থেকে আমদানি হবে আনুমানিক সাড়ে চার লক্ষের মতো টাকা। এর পর বিমানে মাছের চারা সহ চাষের অন্যান্য সামগ্রী পাঠানো হবে।
আন্দামান, নিকোবরে এখন পর্যন্ত একটিও হ্যাচারি নেই। চেন্নাই ও পশ্চিমবঙ্গ থেকে মাছ আমদানি করে চাহিদা মেটায় আন্দামান নিকোবর। সেখানেই হ্যাচারি তৈরী করে মাছ চাষের উপযোগী পরিবেশ গড়ে তোলার কথা ভাবছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম।
Source: Ei Samay