August 23, 2016
Bengal Labour Dept campaigns in factories, reduces fatal accident numbers

A rigorous campaign conducted by the West Bengal Labour Department at various factories throughout West Bengal has reduced the number of fatal accidents by 1/3 in last three years.
As per the data available with the Labour department, in 2015 around 38 people met with fatal accidents at factories, while in 2014 the number stood at 63 which is much lower than its previous year when the figure was 96. The records show that in last three years the figure has gone down nearly three times following the campaign carried out by the department.
Around 142 accident training camps have been done by the department in 2015-16 and those have resulted in reducing the rate of accidents. Even in 2011-12 there were 101 camps conducted in the state. In 2014 also there were nearly 80 such camps in the factories.
The image is representative (source)
রাজ্য শ্রম দপ্তরের প্রচেষ্টায় কমল কারখানায় দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা
পশ্চিমবঙ্গে বিভিন্ন কারখানায় পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর কর্তৃক পরিচালিত একটি সচেতনতামূলক প্রচার অভিযানের ফলে গত তিন বছরে মারাত্মক দুর্ঘটনা এক তৃতীয়াংশ কমে গেছে।
শ্রম দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ৩৮ জন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, ২০১৪ সালে সংখ্যা ছিল ৬৩। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৯৬। রেকর্ড অনুযায়ী, দপ্তরের এই প্রচারাভিযানের হাত ধরে গত তিন বছরে এই সংখ্যা তিন গুন কমে গেছে।
দুর্ঘটনার পরিমাণ কমানোর জন্য ২০১৫-১৬ সালে এই দপ্তর প্রায় ১৪২টি দুর্ঘটনা প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করেছে। ২০১১-১২ সালে ১০১টি ক্যাম্প করা হয়েছিল রাজ্যে। ২০১৪ সালে এরকম ৮০টি ক্যাম্প করা হয়েছে কারখানাগুলিতে।