October 23, 2017
Bengal Govt to train medical students in martial arts

In a first-of-its-kind intuitive, the Bengal Government has decided to provide training in the 2,000-year-old martial art of taekwondo to medical students studying in the government medical colleges.
Earlier, certain all-India institutions did provide martial arts training to its students, but this is the first time that a State Government would be providing the training.
Not just medical students, any health worker, nurse or official posted in these medical colleges can attend the taekwondo classes. There are 13 medical colleges in Bengal.
Martial arts not only teaches self-defence but along with it, self-confidence, stress management, showing respect to others, communication, etc., and it is these other aspects that are being looked into as equally important lessons for the students.
These aspects are essential for becoming a well-rounded person, and service to people being the essential motto of doctors, these are of equal importance along with professional skill.
রাজ্যের সব মেডিকেল কলেজে মার্শাল আর্ট শেখানোর সিদ্ধান্ত
দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে বাংলার সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দু’হাজার বছরের পুরানো মার্শাল আর্ট তাইকোন্ডো শেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।
এর আগে ভারতের সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) ছাড়াও আইআইটি কানপুর, আইএসআই কলকাতা, আইআইটি রুরকি সহ দেশের একাধিক শীর্ষ মেধা প্রতিষ্ঠানে তাইকোন্ডো শেখানো শুরু হলেও, দেশের কোনও রাজ্য সরকার সুর্নির্দিষ্টভাবে নিজের কোনও দপ্তরের অধীনস্থ সব প্রতিষ্ঠানে এটি শেখানোর সিদ্ধান্ত নেয়নি। যা প্রথম নিল বাংলা। শুধু চিকিৎসক বা হবু ডাক্তাররাই নন, চাইলে রাজ্যের ১৩টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যে কোনও স্বাস্থ্যকর্মী, নার্স, প্রশাসনিক কর্তা- সকলেই শিখতে পারবেন এই মার্শাল আর্ট।
এ ধরনের মার্শাল আর্টে আত্মরক্ষার কৌশল শেখানো হয় ঠিকই, পাশাপাশি আত্মবিশ্বাস, স্ট্রেস ম্যানেজমেন্ট, অপরকে সৌজন্য দেখানো, সম্মান প্রদর্শন, জনসংযোগ ইত্যাদিও শেখানো হয়। এগুলি আজকের দিনে একজন যথার্থ মানুষ ও চিকিৎসক হয়ে ওঠার পক্ষে খুবই জরুরি।
Source: Bartaman