May 30, 2017
Bengal Govt to hold State Cabinet meetings in Hills, Jangalmahal

In the meeting of the State Cabinet at Nabanna on Monday, it was decided to hold four Cabinet meetings in the Hills and in Jangalmahal every year to ensure better administration.
Chief Minister Mamata Banerjee on Monday announced in Nabanna that every year, two Cabinet meetings will be held in the Hills and two in Jangalmahal. The first Cabinet meeting of her government in the Hills will be held on June 8 in Darjeeling.
The Chief Minister has given clear instructions that tourists should not be inconvenienced in any way because of the Cabinet meeting being held in the Hills. “This is peak season for tourism in Darjeeling, Terai and Dooars. Bookings made by tourists in hotels should not be cancelled. Thus, a decision was taken that no minister should try to stay in Darjeeling. However, there would be no problem if someone can manage to arrange accommodation there without cancelling the bookings of any tourists.
Journalists who will be going to cover the meeting will also have to make arrangements for accommodation in Siliguri,” said the Chief Minister. The Cabinet meeting will be held at Raj Bhavan in Darjeeling. Accommodation for some senior ministers could be managed in Darjeeling itself. Trinamool Congress has “established democracy” in the Hills by winning the Mirik Municipality election and steps taken by the Chief Minister have ensured both peace and development in the Hills. Now, the initiative to hold Cabinet meetings in the Hills is a “big step” as it would make it easier to sort out and solve the problems of the Hills.
After four decades, the Bengal government has once again revived the old practice to assess the problems of the Hills by visiting the place. Similarly, Cabinet meetings will also be held in Jangalmahal, which covers parts of five districts – Birbhum, Bankura, Purulia, Jhargram and West Midnapore. Banerjee had initiated the practice of holding district administrative review meetings in districts to take stock of the progress of ongoing developmental projects to assess what more could be done to ensure overall development of the region.
এবার রাজ্য মন্ত্রীসভার বৈঠক হবে পাহাড়, জঙ্গলমহলে
প্রশাসনের কাজ যাতে আরও ভাল ভাবে সম্পন্ন করা যায়, তাই এবার থেকে বছরে চারটি মন্ত্রীসভার বৈঠক আয়োজিত হবে পাহাড়ে ও জঙ্গলমহলে। সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেন, বছরে দুটি মন্ত্রীসভার বৈঠক হবে পাহাড়ে এবং দুটি জঙ্গলমহলে। এই কর্মসূচী অনুযায়ী প্রথম মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ই জুন দার্জিলিঙে।
মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দার্জিলিঙে মন্ত্রীসভার বৈঠকের জন্য কোনও পর্যটকের যেন কোনও অসুবিধা না হয়। তিনি বলেন, “এই মরসুমে দার্জিলিং, তেরাই ও ডুয়ার্সে সব থেকে বেশী পর্যটক যান। পর্যটকদের বুকিং যেন বাতিল করা না হয়। তাই, সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রীরা দার্জিলিঙে না থাকারই চেষ্টা করবেন। কোনও মন্ত্রী যদি পর্যটকদের বুকিং বাতিল না করিয়ে হোটেলে বা নিজের চেনা পরিচিতদের কাছে থাকে, তাতে কোনও বাধা নেই।“
মুখ্যমন্ত্রী আরও বলেন, যেসব সাংবাদিক ওখানে যাবেন, তাঁরাও যেন নিজেদের থাকার আয়োজন করেন শিলিগুড়িতে। এই বৈঠক আয়োজিত হবে দার্জিলিঙের রাজভবনে। কয়েকজন প্রবীণ মন্ত্রীর থাকার আয়োজন দার্জিলিঙে করা যেতে পারে। মিরিক মিউনিসিপালিটি জয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেস পাহাড়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করেছে। মুখ্যমন্ত্রীর গ্রহণ করা পদক্ষেপে পাহাড়ে শান্তি ফিরেছে ও উন্নয়নের জোয়ার এসেছে। এবার এই পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করার পদক্ষেপ নিঃসন্দেহে পাহাড়ের সমস্যা আরও সমাধান করবে।
চার দশক পর রাজ্য সরকার আবার সেই পদক্ষেপ ফিরিয়ে এনেছে, পাহাড়ে গিয়ে পাহাড়ের সমস্যা সমাধান করার। একইভাবে জঙ্গলমহলেও হবে এই বৈঠক। জঙ্গলমহল বিস্তৃত বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর – এই পাঁচ জেলা জুড়ে।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক আয়োজিত হয় প্রতি জেলার জন্য। এই বৈঠকে প্রতি জেলায় চলতে থাকা প্রকল্পগুলির গতি সম্বন্ধে জানা যায়।