Latest News

January 27, 2017

Bengal Govt to start environment-friendly CNG bus service in Asansol-Raniganj

Bengal Govt to start environment-friendly CNG bus service in Asansol-Raniganj

Bengal government is committed towards prevention of pollution levels in the State. To achieve this goal, the government is taking several initiatives. The government is going to introduce environment-friendly buses in the State.

The Chief Minister will flag off seven CNG buses today on the sidelines of Khadya Sathi Dibas and Police investiture ceremony. The buses will start plying on the roads for public from 30 January, 2017.

Two private bus manufacturing companies have been given the contract to make 20 CNG buses, out of which 10 are ready. Seven of these will be displayed at Red Road today. The CNG bus service will be initially rolled out in Asansol-Raniganj region.

 

রাজ্যে পরিবেশ-বান্ধব সিএনজি বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার

দূষণ রোধের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতোই সারা রাজ্য জুড়ে পরিবেশ-বান্ধব বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেই পরিকল্পনা অনুযায়ী আজ রেড রোডে সাতটি সিএনজি বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিবেশ-বান্ধব বাসগুলি রেড রোডের প্রদর্শনীতেই প্রথম বার পথে নামবে। এর পর ৩০ তারিখ থেকে তা রাস্তায় চলবে।

রাজ্য সরকার দু’টি বাস প্রস্তুতকারী সংস্থাকে মোট ২০টি বাস তৈরির জন্য বরাত দিয়েছে। তার মধ্যে ৭টিকে রেড রোডে এ দিন বের করা হবে। এই পরিষেবা প্রথমে রানিগঞ্জ ও আসানসোলের মধ্যে চালু করা হবে ।