December 21, 2017
Bengal Govt to set up cooperative banks in 250 more villages

2The State Cooperation Minister has announced recently that cooperative banks are going to be set up in 250 more villages across Bengal. Now there are 710 gram panchayats without any banks.
Cooperative banks are the primary banking institutions in rural regions, as bigger government and private banks cannot afford to serve such small populations. Hence it is crucial that more such banks are set up.
On December 6, a first-of-its-kind meeting was chaired by Chief Minister Mamata Banerjee where all the district cooperative bank chairpersons were present, as well as some of the senior ministers and State Government officials. This decision is an outcome of that meeting.
The 250 villages selected are those which are isolated, and hence most in need. People from these villages will have easy accessibility to loans from these banks, and interest rates of cooperative banks are not that high.
Currently, there are 29,000 cooperative banks in Bengal.
২৫০টি গ্রামে সমবায় ব্যাঙ্ক গড়বে রাজ্য
রাজ্যের ৭১০টি গ্রামে কোনও ব্যাঙ্ক নেই। কয়েক কিলোমিটার দূরে যেতে হয় টাকা জমাতে। গরিব মানুষের সঞ্চয়ের ইচ্ছায় বাধ সেধছে দূরত্ব। তাই এবার গ্রামে গ্রামে সমবায় ব্যাঙ্ক গড়বে রাজ্য। আপাতত ২৫০টি গ্রামে এই সমবায় গড়ার সিদ্ধান্ত হয়েছে। এ কথা জানিয়েছেন সমবায় মন্ত্রী।
তিনি বলেন, সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। আমরা পারি সমবায় ব্যাঙ্ক করতে। এ কারণেই রাজ্যের বিভিন্ন গ্রামে সমবায় ব্যাঙ্ক গড়ার চিন্তা ভাবনা। যে সব গ্রাম একেবারে পিছিয়ে সেগুলিকে চিহ্নিত করে তালিকা করা হয়েছে। সেখান থেকে ২৫০ গ্রামকে বেছে নেওয়া হচ্ছে।
এই সমবায় ব্যাঙ্ক থেকে গ্রামের মানুষ সহজে ঋণ নিতে পারবেন। সুদও কম। ফলে সরকারি বড় ব্যাঙ্কের ঝামেলা থাকবে না। রাজ্যে ২৯ হাজার সমবায় ব্যাঙ্ক রয়েছে।
Source: Aajkal