May 25, 2017
Bengal Govt to set up a new college at Narayangarh

A new degree college will be coming up in Narayangarh, Paschim Medinipur – the state Education Minister Partha Chatterjee announced it in the Assembly on Wednesday. The decision to set up a degree college at Narayangarh in Paschim Midnapore will help thousands of students from the area. He said, “We have taken steps to take education to the doorsteps.”
After coming to power, the Mamata Banerjee-led government has given stress on expansion, equity, employability and excellence in education. Several steps were taken to improve and create Several steps were taken to improve and create infrastructure to ensure better quality education so that students from Bengal can compete in the national level.
47 new colleges have been set up. At the same time, 17 universities have also come into existence in the state. Steps were also taken to ensure education for all. Stress was also given on education for girls.
Chief Minister Mamata Banerjee had held the first public meeting in Narayangarh after winning the Assembly polls in 2016.
নারায়ণগড়ে তৈরী হবে ডিগ্রি কলেজ
নারায়ণগড়ে ডিগ্রি কলেজ তৈরী করছে রাজ্য সরকার। বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরে এই ডিগ্রি কলেজ তৈরী হলে এলাকার প্রায় হাজার খানেক ছাত্রছাত্রী উপকৃত হবে।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার শিক্ষার সম্প্রসারণ ও কর্ম সংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উচ্চ শিক্ষার মাধ্যমে বাংলার ছাত্রছাত্রীরা যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নিতে পারে ও শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
৪৭ টি নতুন কলেজ ও ১৭ টি বিশ্ববিদ্যালয় তৈরী হয়েছে। সকলের জন্য শিক্ষা নিশ্চিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এছাড়া মেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।