Latest News

February 23, 2018

Bengal Govt to run 6 new vessels from today

Bengal Govt to run 6 new vessels from today

The State Transport Department will be plying six new vessels across Bengal from February 23. The launch programme will take place at Millennium Park in Kolkata. Another three are nearing completion and will be pressed into service within the next two months.

The vessels have been built in line with the new State Government policy. The maximum capacity of each vessel will be 100 passengers. These six will replace semi-mechanised boats or small country boats that have been plying on different rivers of the state.

The maximum capacity of all vessels will be displayed prominently at all the ferry ghats and jetties to avoid overcrowding. Ferry service operators have also been given strict instructions on taking in passengers on their vessels.

The six vessels are MV Banabibi, MV Hazarduari, MV Pathar Panchali, MV Motijheel, MV Jalasrashtra and MV Bhorsagar, and will be operated by North Barrackpore Municipality, Behrampore Municipality, Haldia Development Authority, Haldia Municipality, Rishra Municipality and Naihati Municipality, respectively.

 

ছয়টি নতুন জলযানের যাত্রা শুরু আজ

আজ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছয়টি নতুন জলযান পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার মিলেনিয়াম পার্কে। আরও তিনটি জলযান তৈরী হচ্ছে ও আগামী দুমাসের মধ্যে সেগুলিও পরিষেবায় নামবে।

রাজ্য সরকারের নতুন বিধি মেনে এই জলযানগুলি তৈরী হয়েছে। এই জলযানগুলি সর্বাধিক ১০০ জন যাত্রী বহন করতে পারবে। এই ছটি জলযান বর্তমানে ব্যবহৃত সেমি-মেকানাইজড ও দেশী নৌকাগুলির জায়গায় চালানো হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে নদী পারাপারে আজও যাত্রীদের একমাত্র ভরসা এই নৌকাগুলি।

প্রতিটি জলযানের সর্বাধিক বহন ক্ষমতা পরিষ্কার করে প্রতিটি ফেরিঘাটে লেখা থাকবে। ফেরি পরিষেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া থাকবে এর থেকে বেশী যাত্রীকে ভেসেলে উঠতে না দিতে।

এই ছয়টি জলযানের নাম হল, এমভি বনবিবি, এমভি হাযারদুয়ারি, এমভি মতিঝিল, এমভি জলস্রষ্টা, এমভি ভরসাগর ও এমভি পাঞ্চালি। এই জলযানগুলির দায়িত্ত্বে থাকবে উত্তর বারাকপুর পুরসভা, বহরমপুর পুরসভা, হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ, হলদিয়া পুরসভা, রিষড়া পুরসভা ও নৈহাটি পুরসভা।

Source: The Statesman