সাম্প্রতিক খবর

অগাস্ট ২, ২০১৮

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাউল শিল্পীদের একতারা দেবে রাজ্য

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাউল শিল্পীদের একতারা দেবে রাজ্য

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যে সকল বাউল শিল্পীরা অংশগ্রহণ করবেন, তাদের একতারা উপহার দেবে রাজ্য সরকার। এই প্রথমবার এই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

লোকশিল্পীদের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘লোকপ্রসার প্রকল্প’ চালু করেছিলেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প সাফল্য লাভ করেছে। এই প্রকল্পে প্রায় ২ লক্ষ শিল্পী উপকৃত হয়েছেন। এই প্রকল্পের ফলে অনেক মৃতপ্রায় লোকশিল্প পুনরুজ্জীবিত হয়েছে।

যে সকল শিল্পী লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে, তার মধ্যে অনেক সংখ্যক বাউল শিল্পী আছে। এর মধ্যে ৩০ জনেরও বেশী বাউল শিল্পী রেড রোডে অনুষ্ঠিত হতে চলা স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন। একতারা হল বাউল শিল্পীদের পারম্পরিক বাদ্যযন্ত্র।

এক সরকারি আধিকারিক বলেন, শুধু একতারা নয়, বাউলশিল্পীদের একইরকম পোশাকও দেওয়া হবে। এই পোশাকগুলি বাংলার ঐতিহ্য মেনেই তৈরী করা হবে।

বাউল শিল্পীদের সঙ্গীত ছাড়াও বিভিন্ন দপ্তরের ট্যাবোলো থাকবে স্বাধীনতা দিবসের এই কুচকাওয়াজে।