Latest News

April 27, 2017

Bengal Govt to compensate farmers affected by thunderstorm

Bengal Govt to compensate farmers affected by thunderstorm

Cultivation in 1.54 lakh hectare land in six districts was affected due to thunderstorms in the past few weeks.

The state Agriculture department has carried out a study to assess the loss and the preliminary report in this connection was submitted to the department. The final report in this connection will be submitted within a week in which details of the monetary loss due to the natural calamity in agriculture will be mentioned.

In the preliminary report it has been mentioned that agriculture in 64 blocks and 1,953 mouzas were affected due to thundershowers and rainfall. Mainly banana cultivation was affected by the bad weather. Huge quantities of vegetables were also damaged in many parts of the city.

The state government will be providing compensation to the affected farmers. The six districts where crops were damaged are Nadia, South Dinajpur, East and West Burdwan, East and West Midnapore. The most affected districts are East Burdwan and West Midnapore.

 

ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবে রাজ্য

গত কয়েক সপ্তাহ ধরে বজ্রপাতের কারণে বাংলার ছয়টি জেলার ১.৫৪ লক্ষ হেক্টর জমির চাষবাস ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজ্য কৃষি বিভাগ ক্ষয়-ক্ষতির মূল্যায়নের ওপর গবেষণা করে একটি প্রাথমিক রিপোর্ট জমা করেছে। ফাইনাল রিপোর্টটি এক সপ্তাহের মধ্যে জমা করা হবে যেখানে কৃষিক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে আর্থিক ক্ষতির বিবরণের উল্লেখ থাকবে।

প্রাথমিক রিপোর্টে অনুযায়ী ঝড় ও বৃষ্টিপাতের কারণে ৬৪ ব্লক এবং ১,৫৩৩ টি মৌজার কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত কলা চাষ খারাপ আবহাওয়ার দ্বারা প্রভাবিত হয়। শহরের বেশ কিছু অংশে প্রচুর পরিমাণে সবজিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। নদিয়া, দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই ৬ টি জেলার শস্য নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার।