March 22, 2018
Bengal Govt to come up with ‘water budget’ for agriculture and industry

To further augment the progress of the agriculture and industry sectors, the Bengal Government has decided to create a ‘water budget’, arrived at by calculating the block-wise requirements of water for various activities related to the two sectors.
Scientists of IIT Kharagpur will assist the Government. Technology, such as satellite imaging, will be used to ascertain the amount of groundwater, as well as underground water, at any place.
The water budget includes listing of the amount of water resources available. According to a senior State Government official, there is no central database where this information can be accessed. Hence, the need for such a database.
The official pointed out that 7,966 crore square metres of water is available annually in the State, whereas the demand has already crossed 9,100 crore square metres. Moreover, in 33 blocks, the level of underground water had fallen to dangerous levels.
According to the official, there are two ways to increase the pace of industrial growth through a water budget: firstly, where there is less water available, to encourage the setting up of industries that require less water, and secondly, to optimise the requirement of water through the introduction of technology and rationalisation.
কৃষি -শিল্প উন্নয়নে রাজ্যে ব্লক-ভিত্তিক জল বাজেট
রাজ্যে শিল্পায়নে গতি আনতে এবং কৃষি উৎপাদন বাড়াতে ব্লক-ভিত্তিক জলের বাজেট তৈরী করছে রাজ্য সরকার৷ কৃষি ও শিল্প – উভয় ক্ষেত্রের বিকাশেই জল অত্যন্ত প্রয়োজনীয়৷
রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর এই কাজে বিশেষজ্ঞ হিসাবে আইআইটি-খড়গপুর-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে৷ তারাই তৈরী করবে ওই কার্য পরিকল্পনা৷ জল সংক্রান্ত সমস্ত দপ্তরের থেকে তথ্য নিয়ে তা বিশ্লেষণ করে চূড়ান্ত রিপোর্ট তৈরী করা হবে৷ ভূগর্ভস্থ জলস্তর কোথায় কী অবস্থায় রয়েছে, তা জানতে উপগ্রহ থেকে ছবিও তোলা হবে৷
রাজ্য প্রশাসনের এক অধিকর্তা বলেন, ‘আমাদের লক্ষ্য ব্লক-ভিত্তিক জল বাজেট তৈরী-যেখানে বলা থাকবে, জলের সূত্র, মোট সরবরাহ ও চাহিদার পরিমাণ৷ বর্তমানে রাজ্যে জল সংক্রান্ত কোনও কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার নেই৷ এই প্রকল্পে সেই কাজই করা হবে৷ আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্টটি তৈরী হয়ে যাবে বলে আমরা আশা করছি৷’
পশ্চিমবঙ্গের ৩৩টি ব্লকে ভূগর্ভস্থ জলস্তর আংশিক বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছে৷ রাজ্য সরকারের এক আধিকারিকের কথায়, ‘পশ্চিমবঙ্গে বছরে মোট ৭,৯৬৬ কোটি বর্গ মিটার জল মেলে৷ সেখানে চাহিদার পরিমাণ ৯১০০ কোটি বর্গ মিটার ছাড়িয়ে গিয়েছে৷
তিনি আরও বলেন, ‘দু’ভাবে জল বাজেট দিয়ে শিল্পায়নের গতি বাড়ানো সম্ভব৷ প্রথমত, যেখানে জলের অভাব সেখানে কম জল প্রয়োজন এমন শিল্প গড়া যেতে পারে৷ অন্য দিকে, ধরা যাক দুটি বিদ্যুত্ ইউনিট রয়েছে, যার একটিতে দিনে ১০০০ গ্যালন জল লাগে এবং অন্যটিতে লাগে তার পাঁচগুণ৷ সে ক্ষেত্রে দ্বিতীয় ইউনিটটিকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জলের চাহিদা কমানোর জন্য তখনই বলা সম্ভব, যখন আমাদের হাতে গোটা রাজ্যের ব্লক-ভিত্তিক একটি জলের বাজেট থাকবে৷ ’