Latest News

October 1, 2016

Bengal govt to award prize money to cleanest district in state

Bengal govt to award prize money to cleanest district in state

The state Panchayat and Rural development department will give prize worth Rs 10 lakh to the best district in maintaining cleanliness, Chief Minister Mamata Banerjee announced on Thursday.

She also declared Hooghly and North 24 Parganas Open Defecation Free (ODF) district on Thursday. The state government had initiated Nirmal Bangla Mission  on 19 November, 2013.

Nadia became the country’s first ODF district. Burdwan and South 24 Parganas will become ODF by March next year.

 

রাজ্যের সবচেয়ে নির্মল জেলাকে পুরস্কৃত করবে রাজ্য সরকার

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের সবচেয়ে নির্মল জেলাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। হুগলী জেলায় প্রশাসনিক বৈঠকের পর একটি জনসভায় তিনি একথা জানান।

বৃহস্পতিবার তিনি হুগলী ও উত্তর ২৪ পরগনা জেলাগুলিকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করেন। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাকেও নির্মল জেলা ঘোষণা করা হবে।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালের ১৯ নভেম্বর আমরাই প্রথম নির্মল বাংলা গড়ার কথা ঘোষণা করি। এই বাংলাকে নিয়ে গর্ব করব না তো কাদের নিয়ে গর্ব করব!‌ এখানে একটা টিম কাজ করে চলেছে।