October 15, 2017
Bengal Govt taking steps to create awareness about patachitra

The Bengal Government has been taking a lot of steps to help the traditional patachitra artistes of Bengal.
Patachitra is a form of art which presents paintings on scrolls or flat canvases depicting mythological tales or narrating current events. A unique aspect of this art form is that it is not just that the paintings are presented, but the artiste also sings songs to describe the events depicted. Patachitra artistes have been traditional fares at fairs across rural Bengal for centuries.
The State Government has also been educating the artistes about the need to make their art form hum in tune with the times.
Artistes are now making patachitra paintings on various articles of clothing, like on shirts, kurtas, dhotis, sarees, hand fans and even on umbrellas. Some sarees may have the full story of the Ramayana or just aspects of it or indigenous folk tales, like the story about a marriage of fishes.
According to an artiste, the State Government has been doing a lot to spread awareness about the art form across the country. He said that because of the opportunities being provided, he has been able to go to three states to sell his creations. He also raised another important point about the preservation of the art form – that the songs which the artistes sing while presenting their paintings also needs to be preserved; this is the way to comprehensively preserve the art form.
The government has also been sending delegations of patachitra artistes to various exhibitions and fairs in other countries.
Source: 365 Din
Image source: biswabangla.in
সরকারের উদ্য্যগে পটশিল্পকে বাঁচানোর চেষ্টা
দেশের অন্যতম প্রাচীন শিল্প হচ্ছে ‘পটশিল্প ‘যা এখন প্রায় বিলুপ্তির পথে।দেশের অন্যতম প্রাচীন শিল্পকে নিয়ে বিদেশের মাটিতে প্রচার চালাচ্ছে রাজ্য সরকার। এই শিল্পকে জিইয়ে রাখতে বিভিন্ন ধরনের মেলায় মেলায় ঘুরে বেড়ান এই পটশিল্পীরা। নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করতে নতুন মোড়কে ,নতুন চমকে পটশিল্পকে তুলে ধরা হয়েছে। তাই ব্যবহারের সামগ্রীর ওপর এই পটচিত্র তৈরি করা হচ্ছে।
আজকের প্রজন্মের মধ্যে এই শিল্পকে ছড়িয়ে দিতে শার্ট ,কুর্তা ,কুর্তি ,শাড়ি,হাতপাখা ও সর্বোপরি ছাতাতেও পটশিল্পের চল শুরু হয়েছে। কোনও শাড়ির মধ্যে পুরো রামায়ণের কাহিনি ,কখনও বা মাছের বিয়ের কাহিনি তুলে ধরা হয় ছাতার মাধ্যমে।এছাড়াও সীতাহরণ ,রাম রাবনের যুদ্ধ ,রামের বনবাসের কাহিনি তুলে ধরা হয় এই পটভূমিতে।
এক চিত্রকার বলেন ,’পটশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্য সরকার অনেক কিছু করেছে। আমি নিজে এখন ভিনরাজ্য গিয়ে গান গেয়ে পট তৈরি করে বিক্রি করার সুযোগ পেয়েছি। তবে প্রত্যেক পটের আলাদা আলাদা কাহিনি রয়েছে। যা তৎকালীন ও বর্তমান সমাজের ওপর ভিত্তি করে তৈরি হয়। শুধুমাত্র ছবি আঁকলেই হয় না ,পটের গানকেও বাঁচাতে হবে ,তবেই এই পটসঙ্গীত বেঁচে থাকবে’।