Latest News

April 5, 2017

Bengal Govt sets up Mukutmanipur Development Board

Bengal Govt sets up Mukutmanipur Development Board

The state Urban Development and Municipal Affairs department have set up Mukutmanipur Development Board for comprehensive development of the area, particularly tourism.

The area under the jurisdiction of the newly formed Mukutmanipur Development Authority ( MDA) is 87.50 km. This includes 10 mouzas of Hirabandh block, 19 mouzas of Khatra block and 27 mouzas of Ranibandh block.

The main purpose of MDA would be to develop tourism in vast areas surrounding Mukutmanipur. The planning area covers the Mukutmanipur dam, a well-known tourist spot with great scenic beauty, Pareshnath temple, Musafirana, a hillock beside the dam and Banpukhuria deer park.

In addition to this, vast areas of Jangalmahal like Jhilmil Sutan and Talberia which are situated close to MDA will be developed as tourist spots. The areas have rich cultural heritage and there are artisans who can manufacture craft items from bamboo, babui grass etc.

Attempts would be made to showcase the products made by local artisans.

 

মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ গঠন করলো রাজ্য সরকার

মুকুটমণিপুরের সার্বিক উন্নয়ন পর্যটনের বিকাশের লক্ষ্যে গঠিত হল মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ। রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর গঠন করলো এই পর্ষদ।

মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের অধীনে প্রায় ৮৭.৫ কিঃ মিঃ অঞ্চল থাকবে। এর মধ্যে আছে হীরাবাঁধ ব্লকের ১০টি মৌজা, খাতরা ব্লকের ১৯টি মৌজা ও রানীবাঁধ ব্লকের ২৭টি মৌজা।

সার্বিক উন্নয়ন লক্ষ্য হলেও এই পর্ষদের পাখির চোখ হবে মুকুটমণিপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে পর্যটনের বিকাশ। মুকুটমণিপুর বাঁধ, পরেশনাথ মন্দির, মুসাফিরানা, বনপুখুরিয়ার ডিয়ার পার্ক এই অঞ্চলের বেশ কিছু আকর্ষণ। এর সঙ্গে জঙ্গলমহলের ঝিলমিল সুতান, তালবেড়িয়া অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

এই অঞ্চলের এক সাংস্কৃতিক ঐতিহ্য আছে। এখানে অনেক হস্তশিল্পী আছেন যারা বাঁশ ও বাবুই ঘাস দিয়ে নানা সামগ্রী তৈরী করেন। এই শিল্পীদেরও সাহায্য করবে এই পর্ষদ।