April 3, 2017
Bengal Govt sets up 26 helipads in districts

With the inspiration of Mamata Banerjee, the Bengal Government has given air transport and helicopter services in the State a new direction. Twenty six government helipads have been constructed across the State at district headquarters and other important locations.
The work for the construction of 24 such helipads has been completed. These include: Cooch Behar, Alipurduar, Jalpaiguri, Jaigaon, Chalsha, Balurghat, Malda, Behrampore, Krishnanagar, Santiniketan, Bankura, Charrah, Jhargram, Medinipur, Digha, Haldia, Arambagh, Chinsurah, Basirhat, Bongaon, Canning, Sagar, Dumurjola, Behala.
Work is in progress for two more helipads at Falakata and Mukutmanipur.
রাজ্যজুড়ে ২৬টি হেলিপ্যাড তৈরী করলো রাজ্য সরকার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আকাশপথে পরিবহণের নতুন দিশা দেখাচ্ছে রাজ্য সরকার। হেলিকপ্টার পরিষেবা সম্প্রসারণের উদ্দেশ্যে রাজ্যের জেলা সদরগুলি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে তৈরী হল ২৬ টি বেঙ্গল গভর্নমেন্ট হেলিপ্যাড।
এখনও পর্যন্ত ২৪টি হেলিপ্যাড তৈরীর কাজ সম্পূর্ণ হয়েছে। এগুলি হল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, জয়গাঁও, চালসা, বালুরঘাট, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিনিকেতন, বাঁকুড়া, ছররা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দীঘা, হলদিয়া, আরামবাগ, চুঁচুড়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, সাগর, ডুমুরজোলা ও বেহালা।
এছাড়া ফালাকাটা ও মুকুটমণিপুর হেলিপ্যাড তৈরীর কাজ শেষের পথে।