Latest News

December 10, 2017

Bengal Govt restoring green cover of the Sunderbans

Bengal Govt restoring green cover of the Sunderbans

Through the planting of a few lakh sal, segun and sundari trees, and mangrove plants, which are all native to the region, the State Government is restoring the green cover over a large area of the Sunderbans (in South 24 Parganas district) that had become almost barren because of illegal felling over a long period of time. During the Left Front rule, illegal felling was rampant here.

This work has been going on over the last four years, and now the area is covered with trees, as it should be. Preservation of the environment has also led to the growing back of mangrove plants, which are crucial to maintaining the ecological balance of any deltaic region.

Not just the administration, environmentalists are also full of praise for this massive effort being undertaken by the Bengal Government.

The trees have been planted over an area of 7,221 bighas, of which 4,731 bighas are covered by the native mangrove species, which grow only in brackish water. The South 24 Parganas zilla parishad is directly responsible for the work.

Among the other developmental work carried out in the Sunderbans region by the State Government are the digging of 33 freshwater lakes, building of 18.12 kilometres of irrigation canals, distributing of Kisan Credit Cards to 87 per cent of farming families, setting up of 1,112 tube-wells, and distributing of 125 poly-houses and 263 greenhouses.

In this connection, it needs to be mentioned that Chief Minister Mamata Banerjee has recently declared that Sunderbans would be soon declared a separate district. This would enable more focused development of the region.

 

সুন্দরবনে নয়া ম্যানগ্রোভ সৃজন

বাম আমলে শুধু প্রাণী না কয়েক হাজার হেক্টর ঘন বনাঞ্চল কেটে কার্যত মরুভূমি করে দিয়েছিল চোরাশিকারীরা। এবার সেই নোনা জলে ভেজা ম্যানগ্রোভ-সবুজের হাতছানিতে ভোরে দিতে কয়েক লক্ষ শাল, সেগুন ও সুন্দরী গাছ লাগাল রাজ্য সরকার।

পরিবেশবীদরাও বলেছেন, নোনাজলে ভেজা মাটি ভেদ করে উপরে ওঠা শ্বাসমূলের সংখ্যা আগের তুলনায় অনেক বেশী। প্রকৃতি পরিবেশ ও বায়ুমণ্ডলের ভারসাম্য রাখতে মাত্র ৪বছরে সরকারের তরফে এক লহমান ৭২২১ বিঘা জমিতে নতুন করে বনসৃজন করিয়েছে দক্ষিণ ২৪পরগনা জেলা পরিষদ। এর মধ্যে নোনা জলের চর ও সংলগ্ন জমিতে ম্যানগ্রোভ ৪৭৩১ বিঘা এবং নন-ম্যানগ্রোভ অরণ্য লাগিয়েছে জেলা পরিষদ।

মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনে বেশ কয়েকটি আধুনিক পর্যটনকেন্দ্র তৈরীর সঙ্গে ম্যানগ্রোভ সংরক্ষণের পাশাপাশি কয়েক লক্ষ নতুন গাছ লাগানো হয়েছে। বনসৃজনের জন্য মিষ্টি জলের জন্য ৩৩টি পুকুর তৈরি করা হয়েছে। ১৮.১২ কিলোমিটার সেচের জন্য খাল তৈরী হয়েছে। এর মূল লক্ষ্য নোনাজলের এলাকাকে মিষ্টি জলে পাল্টে চাষের যোগ্য তৈরী করা।

দ্বিতীয়বার তৃণমূল ক্ষমতায় এসে, ৮৭ শতাংশ কৃষক পরিবারেরর মধ্যে কৃষাণ ক্রেডিট কার্ড বণ্টন করা হয়েছে, ৫০০টি পাওয়ার টিলার, ৭৫৩৬টি পাম্প সেট, ২২টি রিপার, ৮৫৭৯টি কৃষিকাজের যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। হটিকালচার বিভাগে ১২৫টি পলি হাউস ও ২৬৩টি গ্রিন হাউস বণ্টন। ৭টি কিষাণমান্ডি তৈরি হয়েছে ৪ বছরে। ১১১৩ টি নলকূপ খোঁড়া হয়েছে পঞ্চায়েত এলাকায়।

 

Source: Sangbad Pratidin