Latest News

April 19, 2017

Bengal Govt initiates steps to ensure water supply till ‘tail end’

Bengal Govt initiates steps to ensure water supply till ‘tail end’

The state Irrigation and Waterways department has initiated taking all necessary steps to ensure supply of water till the “tail end” of Purulia district for cultivation of crops. The state Irrigation department has decided to bring in 35,000 acre of agricultural land in Purulia, which is a drought-prone district, under the irrigation project.

In a bid to make this huge challenge of providing water to this drought-prone district a reality, the state Irrigation and Waterways department has decided to carry out different projects worth Rs 30 crore this year. It includes the crucial task of restoration of canals. At the same time, the embankments of different canals will also be repaired.

It may be mentioned that once Purulia used to suffer immensely as agriculture was almost impossible due to lack of water. The scenario has changed a lot with several steps being taken in the past five-and-a-half years after the change of guard took place in the state. Now, the present government is aiming supply of water to each and every part of the district.

The Irrigation and Waterways department has already created 89 check dams only in Bankura and the work to construct another eight is going on in full swing.  It may be mentioned that the state government has brought in more 3 lakh acre of agricultural land under the irrigation programme in the current fiscal and as a result there was no shortage of water either for Rabi or Boro crops. Moreover, one lakh out of the three lakh acre comes under Jangalmahal area.

 

রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও জল সরবরাহ করার উদ্যোগ নিল রাজ্য সরকার

পুরুলিয়া জেলার মত প্রত্যন্ত অঞ্চলেও যাতে পর্যাপ্ত জলের জোগান দিয়ে চাষবাস করা যায়, তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে রাজ্যের সেচ ও জলপথ দপ্তর। পুরুলিয়া জেলার ৩৫,০০০ একর চাষের জমিকে এই সেচ প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে ওই দপ্তর।

পুরুলিয়ার মত খরা প্রবণ অঞ্চলে জল পৌঁছে দেওয়া খুব কঠিন কাজ। তাই, সেচ ও জলপথ দপ্তর ৩০ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, খাল সংস্কার, খালগুলির বাঁধ মেরামত করা, ইত্যাদি।

উল্লেক্ষ্য, সাড়ে পাঁচ বছর আগে জলের অভাবের জন্য পুরুলিয়ায় চাষবাস ছিল প্রায় অসম্ভব। কিন্তু ২০১১ সালে পরিবর্তনের পর রাজ্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেচ ও জলপথ দপ্তর শুধু বাঁকুড়া জেলাতেই ৮৯ টি চেক ড্যাম তৈরি করেছে; আরও ৮ টি তৈরীর কাজ জোর কদমে চলছে।

রাজ্য সরকার চলতি আর্থিক বর্ষে ৩ লক্ষ একর জমিকে সেচ প্রকল্পের আওতায় নিয়ে এসেছে। এর ফলে রবি ও বোরো চাষের জন্য জলের অভাব হবে না। এই তিন লক্ষ একর জমির মধ্যে এক লক্ষ একর জমি জঙ্গলমহলে।