Latest News

March 10, 2018

Bengal Govt hikes budget for Panchayats Dept

The State Panchayats and Rural Development Department has been steadily increasing its budget. For 2018-19, the amount allotted is Rs 19,174 crore, up from Rs 16,974 crore for 2017-18, which was, in turn, a hike from the Rs 14,275 crore allotted for 2016-17.

This was stated by the concerned minister during the presentation of the department’s budget in the Assembly. He said that the increase in budget will enable the Department to carry out more developmental work in the rural parts of the state.

The minister maintained that several steps have been taken during the past seven years to ensure overall growth of the rural areas of the state. He said that till January of the 2017-18 financial year, a total of 3.67 lakh houses were being built under different schemes. It has been proposed to construct 3.75 lakh more houses during the 2018-19 fiscal.

 

বিভিন্ন প্রকল্পে বরাদ্দ কমিয়েছে কেন্দ্র: পঞ্চায়েত মন্ত্রী

২০১৮-১৯ সালের বাজেটে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বরাদ্দ বাড়িয়ে ১৯১৭৪ কোটি টাকা করা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে তাদের অনুদানের হার লক্ষ্যনীয় হারে কমিয়ে দিয়েছে। এইসব প্রকল্প রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর প্রণয়ন করে।

প্রসঙ্গত, ২০১৬-১৭ সালে এই দপ্তরের বাজেট ছিল ১৪২৭৫ কোটি টাকা, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয় ১৬৯৭৪ কোটি টাকা।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, এই বাজেট বৃদ্ধি করার ফলে গ্রামাঞ্চলে আরও অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে।

বিভিন্ন উন্নয়নমূলক খাতে অনুদান কমিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের নিন্দা করেন মন্ত্রী। তিনি বলেন, ১ কিঃমিঃ রাস্তা নির্মাণে আনুমানিক খরচ হয় ৬০ লক্ষ টাকা। আগে কেন্দ্রীয় সরকার পুরো খরচ বহন করত, এখন রাজ্যের থেকে ৫০ শতাংশ আদায় করে।

তিনি পূর্বতন বাম সরকারকেও কটাক্ষ করেন। তিনি বলেন, বাম আমলে পঞ্চায়েত দপ্তরগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল। গত ছয় বছরে গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য প্রচুর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৭-১৮ বর্ষের জানুয়ারি পর্যন্ত মোট ৩.৬৭ লক্ষ বাড়ি তৈরী করা হয়েছে বিভিন্ন প্রকল্পের অধীনে। ২০১৮-১৯ সালে আরও ৩.৭৫ লক্ষ বাড়ি তৈরীর প্রস্তাব আছে।

Source: Millennium Post