Latest News

October 16, 2017

Bengal Govt gears up to celebrate World Food Day

Bengal Govt gears up to celebrate World Food Day

The State Government is going to celebrate World Food Day today. A function to commemorate the event will be held at 11 AM.

From the day she assumed the chair of Chief Minister, Mamata Banerjee has worked towards ensuring food for all. The Food and Supplies Department is working towards fulfilling her dream.

• The Govt has procured record quantity of paddy this year. 39.52 lakh metric tonnes of paddy have been procured from 6.29 lakh farmers at minimum support price.

• Chief Minister Mamata Banerjee initiated the Khadya Sathi food security scheme to provide rice and wheat at Rs 2 per kg to around seven crore people, which is almost 90 per cent of the state’s population, including special packages for the people of Jangalmahal and the Hills, the Cyclone Aaila-affected, the farmers of Singur, workers and non-workers of closed tea gardens, the tribals of Totopara in Alipurduar district, and destitute and homeless people.

• Allocation of foodgrains under PDS has been increased manifold during the last six years

• Special drive in association with the Health and Family Welfare Department to provide free-of-cost nutritional support ( package of 5 kg rice, 2.5 kg wheat, 1 kg masoor dal and 1 kg Bengal gram per month per month ) to approximately 4,000 severely acute malnourished children and their mothers per annum

• Storage capacity of grains distributed through PDS enhanced from 62,000 metric tonnes (MT) to 6 lakh MT

• Special food packages are distributed during festive season (Eid, Durga Puja, Kali Puja, Chhat) to cater to the needs of the people.

The Bengal Government is committed to ensure that every citizen of the State has access to food.

 

আজ বিশ্ব খাদ্য দিবস পালন করা হল রাজ্যে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে আজ বেলা ১১টায় ‘বিশ্ব খাদ্য দিবস’ পালন করা হল।

মাননীয়া মুখ্যমন্ত্রীর আহ্বান ‘সকলের জন্য খাদ্য’। তাঁর এই আহ্বান কার্যকর করার লক্ষ্যে খাদ্য ও সরবরাহ দপ্তর কাজ করে চলেছে।

• চলতি বছরে রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে রাজ্য সরকার। চলতি বছরে ৬ লক্ষ ২৯ হাজার কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মুল্যে ৩৯ লক্ষ ৫২ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।

• গত ছয় বছরে রাজ্যের খাদ্য শস্য মজুত ভাণ্ডারের রাখার ক্ষমতা ১০ গুণ বৃদ্ধি করা হয়েছে।যার ফলে বর্তমানে রাজ্যে খাদ্য মজুত ভাণ্ডারের পরিমাণ ৬ লক্ষ ১০ হাজার মেট্রিক টন। বর্তমানে আরও ৩ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন বাড়ানোর কাজ চলছে।

• চা বাগানের ৮ লক্ষ ওয়ার্কার, নন-ওয়ার্কার রয়েছেন। প্রতি মাসে সেই সমস্ত পরিবার ৩৫ কিলো করে খাবার পান।

• রাজ্য সরকারের তৎপরতায় পাহাড়ে ৮ লক্ষ ৭৫ হাজার মানুষকে রেশন ব্যবস্থায় আনা হয়েছে। প্রত্যেকে ১১ কেজি করে খাবার পাচ্ছেন।

• খাদ্য ও সরবরাহ দপ্তর রাজ্যের প্রায় ৮ কোটি ৩৪ লক্ষ অর্থাৎ ৯১ শতাংশ মানুষকে গণবণ্টন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যসাথী প্রকল্পের আওতার মধ্যে এনেছে। এই ৯১ শতাংশ মানুষের মধ্যে আছেন জঙ্গলমহল এলাকাবাসী, সিঙ্গুরের অনিচ্ছুক কৃষক পরিবার, আয়লায় ক্ষতিগ্রস্ত পরিবার, বন্ধ চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবার এবং পার্বত্য অঞ্চলের বসবাসকারী জনসাধারণ।

• এছাড়াও গম, চিনি, কেরোসিন তেল ও উৎসব মরশুমে (ঈদ, রমজান, দুর্গোৎসব, কালীপুজো, ছট) ভোজ্য তেল, ছোলা, ময়দা, চিনি সরবরাহ করা হয়।

সারা রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় অপুষ্ট শিশু ও তাঁদের মায়েদের ৫ কিলোগ্রাম চাল, ১ কিলোগ্রাম মসুর ডাল, ২.৫ কিলোগ্রাম গম বা পুষ্টিযুক্ত আটা এবং ১ কিলোগ্রাম ছোলা বিতরণ করা হচ্ছে।

Source:- West Bengal Food & Supply Department News Paper Advertisement