Latest News

October 4, 2017

Bengal Govt gearing up to turn historical towns into heritage cities

Bengal Govt gearing up to turn historical towns into heritage cities

The State Tourism Department has decided to turn each of the well-known historical towns of Bengal into a ‘heritage city’.

Cooch Behar, with its royal palace and famous lake (Lal Dighi), and 2, with its cultural heritage linked to Chaitanya Mahaprabhu, are first on the list.

The State Government has appointed IIT Kharagpur (for Cooch Behar) and IISER Shibpur (for Nabadwip) to prepare detailed project reports (DPR). The renovations and modernisations of the tourist sites and facilities would be taken up based on the DPRs.

Work is expected to begin this year itself. Among the areas to be looked into are the electricity and sewage systems of the places. Similar steps would be taken up gradually for the other famous places in the state.

পর্যটনে সুদিন আনতে ঐতিহ্যের শহরে রুপটান

মাথায় মহামহিম হিমালয়। পদতল ধুয়ে দিচ্ছে বঙ্গোপসাগর। এহেন প্রাকৃতিক ঐশ্বর্যের পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে সাংস্কৃতিক আর ঐতিহাসিক সম্পদ। পর্যটন জোয়ার আনতে এ বার রুপটান পড়তে চলছে সেই সব ঐতিহ্যবাহী অঞ্চলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় ঠিক করেছেন ,পর্যটক টানতে রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী শহরে সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা করা হবে। উত্তরে কোচবিহার এবং দক্ষিণে নবদ্বীপকে দিয়ে শুরু হচ্ছে সেই কাজ।

ব্রিটিশ আমলের বাংলার একমাত্র রাজন্যশাসিত রাজ্য কোচবিহারের অন্যতম ঐতিহ্য তার দিঘি ,প্রাসাদ ও বাড়ি।আর গৌড়ীয় সংস্কৃতির পীঠস্থান নবদ্বীপের ঐতিহ্য তার মন্দিরে ,তার চৈতন্যসংস্কৃতিতে। এসবই সংরক্ষণ করে দুই শহরের প্রাচীন রূপ ফিরিয়ে আনার কাজ করবে সরকার।

কি ভাবে তা করা হবে ,তার সবিস্তার রিপোর্ট তৈরির দায়িত্ব পেয়েছে আইআইটি খড়্গপুর এবং আইআইএসটি শিবপুর। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে ,ঐতিহ্যবাহী শহরের সার্থক রূপ দিতে মাটির তলা দিয়ে শহরের বিদ্যুতের সংযোগ এবং নিকাশির ব্যবস্থা হবে।

এর পর ধাপে ধাপে বিষ্ণুপুর-সহ ঐতিহ্যবাহী সব শহরকেই সংরক্ষণের আওতায় আনার পরিকল্পনা আছে।