Latest News

December 16, 2017

Bengal Govt earns praises for its efforts against child prostitution

Bengal Govt earns praises for its efforts against child prostitution

The Bengal Government’s measure to stop child prostitution has drawn effusive praise from the international NGO, International Justice Mission (IJM). The regional head of ICJ conveyed this at a function recently.

A survey report has been published recently, co0authored by the West Bengal Commission for the Protection of Child Rights and ICJ. The report covered the districts of North and South 24 Parganas Howrah and Purba Medinipur, and Kolkata.

The report has established that due to the efforts of the police and different wings of the State Government, child prostitution has been significantly reduced, and has painted a very hopeful picture for the future.

 

যৌন ব্যবসায় শিশুদের নামানো রুখতে রাজ্যের চেষ্টার প্রশংসা আন্তর্জাতিক সংস্থার

শিশুদের যৌন ব্যবসায় টেনে আনার মতো অপরাধ আটকাতে রাজ্য সরকার যে ব্যবস্থা নিচ্ছে তাঁর ভূয়সী প্রশংসা করল আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশানাল জাস্টিস মিশন। এক অনুষ্ঠানে রাজ্য সরকারকে এই প্রয়াসের জন্যধন্যবাদ জানালেন ওই সংস্থার আঞ্চলিক অধিকর্তা সঞ্জয় ম্যাকওয়ান।

যৌন ব্যবসায় কীভাবে শিশুদের লাগানো হচ্ছে, তাঁর ওপর ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং আইজেএমের করা একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়।

এই সমীক্ষায় বেছে নেওয়া হয়েছিল কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরকে। দেখা গেছে পুলিশ এবং সরকারের অন্যান্য দপ্তরের সক্রিয়তার জন্য ‘পাবলিক এস্টাব্লিস্মেন্ট’ বা সর্বসাধারন যেসব জায়গায় যাতায়াত করে, সেসব অঞ্চলে এই ধরনের অপরাধ খুব কম হচ্ছে।

Source: Aajkal