Latest News

February 14, 2018

Bengal Govt coming up with Comprehensive Incentive Policy for investors

Bengal Govt coming up with Comprehensive Incentive Policy for investors

In order to ensure a structured approach to the giving of various incentives for setting up different types of industries in Bengal, the State Government is soon going to come up with a Comprehensive Incentive Policy.

A committee has been set up under the Chief Secretary to set up the Comprehensive Incentive Policy. It will comprise of the secretaries of all the departments linked to industry, like Micro, Small and Medium Enterprises (MSME), Information Technology, Food and Food Processing, Agriculture Marketing, Animal Resources Development, and others.

The policy would have clear indicators regarding every incentive and facility available to a person keen on investing in setting up units in any field

 

শিল্পে সুবিধা দিতে নয়া সুসংহত নীতি

রাজ্যে নতুন বিনিয়োগ করলে শিল্পের চরিত্র অনুযায়ী বিভিন্ন দপ্তরের নানা ধরনের আর্থিক সুবিধা দেওয়ার জন্য তৈরী হচ্ছে রাজ্যের নতুন ‘কম্প্রিহেনসিভ ইনসেন্টিভ পলিসি’। ঠিক হয়েছে নতুন সংস্থাগুলিকে আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতি কাঠামো তৈরী করা হবে, যা সব দপ্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মুখ্যসচিবের নেতৃত্বে এই ‘কম্প্রিহেনসিভ ইনসেন্টিভ পলিসি’ তৈরীর জন্য নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। শিল্প ও বাণিজ্য-সহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর, তথ্য প্রযুক্তি, খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি বিপণন, প্রাণী সম্পদ প্রভৃতি দপ্তরের সচিবদের নিয়ে গড়া হয়েছে ওই কমিটি।

আগামী দুমাসের মধ্যে ওই কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে তাদের রিপোর্ট জমা দেবে। মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেত পেলেই বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধার জন্য সুসংহত নীতি চূড়ান্ত রূপ পাবে।

এমন ভাবে বিষয়টি তৈরী করা হবে যাতে কোনও সংস্থা রাজ্যে বিনিয়োগের কথা ভাবলেই তারা এক নজরে জেনে নিতে পারে তাঁর জন্য রাজ্য সরকার কোন কোন ক্ষেত্রে কি কি বিনিয়োগ কি কি আর্থিক সুবিধা পেতে পারে।

Source: Anandabazar Patrika