Latest News

April 18, 2017

Bengal Govt introduces Social Security Yojna, 5 crore people will benefit

Bengal Govt introduces Social Security Yojna, 5 crore people will benefit

The Bengal Government has introduced Social Security Yojana by converging five separate beneficiary schemes for workers in the unorganised sectors and for self-employed people. Around 5 crore people will benefit from the Yojana, with around 1 crore getting direct benefits.

People will derive more benefits from this new scheme, as compared to the five earlier schemes. Dr Amit Mitra, the State Finance Minister, said: “The decision in this regard was taken during Monday’s Cabinet meeting headed by Chief Minister Mamata Banerjee. State Assistance Scheme for Provident Fund for Unorganised Sector, West Bengal Unorganised Sector Workers’ Health Security Scheme, Social Security scheme for Construction Workers, West Bengal Transport Workers Social Security Scheme and West Bengal Bidi Workers Welfare Scheme are being converged.”

In between 2011 to 2016, the Trinamool Congress Government spent Rs 880 crore to bring more than 85 lakh people under the schemes. Dr Mitra said workers from 46 unorganised sectors including bidi workers, book-binding workers, motor mechanics, boatmen and ICDS workers, as well as self-employed people from 15 sectors including the jewellery manufacturing sector and amins (who also provide education), will benefit from this new all-encompassing scheme.  Among the benefits will be educational benefits for the children of the workers, financial support for the marriage of two daughters and health cards for getting treatment from Government hospitals.

It came to the knowledge of the State Government that members of the same family were deriving the same benefits under different schemes of different departments of the State Government. Hence the decision was taken to merge five existing schemes.

The State Government has started another scheme – State Nutrition Mission. The step has been taken to ensure distribution of nutritious food among pregnant women, lactating mothers, children below six years and adolescent girls. Dr Mitra said this decision too was taken during the Cabinet meeting on Monday. The Chief Minister has spoken to representatives of UNICEF, which is working together with the State Government in implementing the State Nutrition Mission.

 

রাজ্য সরকার নিয়ে এল সামাজিক সুরক্ষা যোজনা, উপকৃত হবেন পাঁচ কোটি মানুষ

পাঁচটি প্রকল্প একত্রিত করে রাজ্য সরকার সূচনা করলেন সামাজিক সুরক্ষা যোজনা। এই যোজনার মাধ্যমে উপকৃত হবেন অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা ও স্বনির্ভর কর্মীরা। সর্বসাকুল্যে আনুমানিক পাঁচ কোটি মানুষ উপক্রিত হবেন।

আগের পাঁচটি প্রকল্পে মানুষরা যতটা উপকৃত হতেন, এই নতুন প্রকল্পের আওতায় এসে তারা আরও বেশি হবেন। অর্থমন্ত্রী ডাঃ অমিত মিত্র বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্তে সোমবারে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্টেট অ্যাসিস্টেন্স স্কিম ফর প্রভিডেন্ট ফান্ড ফর আনঅরগানাইসড সেক্টর, ওয়েস্ট বেঙ্গল আনঅরগানাইসড সেক্টর ওয়ার্কার্স হেলথ সিকিউরিটি স্কিম, সোশ্যাল সিকিউরিটি স্কিম ফর কন্সট্রাকশন ওয়ার্কার্স, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি স্কিম ও ওয়েস্ট বেঙ্গল বিড়ি ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম- এই পাঁচটি প্রকল্পকে একত্রিত করা হল।”

২০১১ থেকে ২০১৬র মধ্যে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ৮৫ লক্ষ কর্মীকে এই পাঁচটি প্রকল্পের আওতায় আনতে ব্যায় করেছে ৮৮০ কোটি টাকা। অমিত মিত্র বলেন, ৪৬টি বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা এবং ১৫টি স্বনির্ভর ক্ষেত্রের কর্মীরা এই নতুন প্রকল্পের ফলে উপকৃত হবেন। বিভিন্ন ধরনের সুবিধার মধ্যে, নতুন যোজনায় অর্ন্তভুক্ত কর্মীদের সন্তানরা শিক্ষাগত সুবিধা পাবে, তাদের দুই কন্যা সন্তানের বিবাহক্ষেত্রে অর্থসাহায্য দেওয়া হবে এবং তাদের হেলথ কার্ড দেওয়া হবে।

রাজ্য সরকার আরো একটি সিদ্ধান্ত নিয়েছে – স্টেট নিউট্রিশন মিশন চালু করার। এই পদক্ষেপের মাধ্যমে ছয় বছরের নিচের শিশু, কিশোরী এবং গর্ভবতী ও দুগ্ধবতী মহিলাদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরন করা হবে। অমিত মিত্র জানান, এ’দিনের মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্তও গৃহীত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিসেফ-এর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এই সংস্থা ও রাজ্য সরকার একত্রে স্টেট নিউট্রিশন মিশন প্রকল্পের কাজ করছে।