ফেব্রুয়ারি ৭, ২০১৯
পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু আজ

দুদিন ব্যাপী পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে আজ। গত চার বছরে চারটি সফল সম্মেলন করেছে বাংলা যেখানে সারা বিশ্বের ৩৫টিরও বেশী দেশ থেকে প্রতিনিধিদল আসে।
এছাড়া দেশের নানা রাজ্য থেকেও আসে বাণিজ্য প্রতিনিধি দল। এবারের বাণিজ্য সম্মেলনের পার্টনার দেশগুলি হল, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, চেক রিপাবলিক, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, পোল্যান্ড, কোরিয়া রিপাবলিক এবং সংযুক্ত আরব আমিরশাহি।
এই সম্মেলন হবে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। এই সম্মেলনের উদ্বোধনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বেঙ্গল মিন্স বিজনেস’ শিরোনামকে যথাযথ প্রমাণিত করে চতুর্থ বিশ্বও বঙ্গ বাণিজ্য সম্মেলনে ১৪৫.৯৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব আসে।
ফাইল চিত্র