Latest News

May 29, 2017

Bengal Education Dept makes class XI admission forms available on website

Bengal Education Dept makes class XI admission forms available on website

From now on, form for admission to class XI in State Government schools which do not have websites of their own would be available on the State Education Department’s website. The form needs to be downloaded and submitted to the schools. As a result, parents and candidates would not have to stand in long queues to collect the form.

The PDF document also contains details like the subjects that are taught in a school, the number of seats it has, fees, etc. As of now, details for 35 schools are available in the form

The forms can be submitted from May 29 to June 6, between 11 am and 4 pm. The list of students selected for admission would be published on June 13.

Please click here to download and print the form

 

একাদশ শ্রেণীর ভর্তির ফর্ম মিলবে অনলাইনে

সরকারী বিদ্যালয়গুলির ফর্ম স্কুলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন পড়ুয়ারা । তবে জমা দিতে হলে, সংশ্লিষ্ট স্কুলেই তা দিতে হবে।প্রসঙ্গত, এর আগে স্কুলগুলির নিজস্ব ওয়েবসাইটে একাদশে ভর্তির ফর্ম আপলোড করে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর।  স্কুলগুলিতে কী বিষয় পড়ানো হয়, কত আসন ইত্যাদি তথ্যও সংগ্রহ করা হয়। সেই মতো একটি ফর্ম তৈরী করে আপলোড করা আছে। পড়ুয়ারা বাড়িতে বসেই তাঁদের পছন্দের স্কুলের জন্য ফর্ম পূরণ করতে পারবেন।

দপ্তরের ওয়েবসাইট www.wbsed.gov.in –এ ঢুকে সেখানে নোটিস বলে একটি অপশন রয়েছে। তাতে ক্লিক করলেই প্রথমে এই ফর্ম সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতেই কোন স্কুলে কত আসন, কী কী বিষয় পড়ানো হয়, ভর্তির সময় কত টাকা লাগবে, ইত্যাদি তথ্য দেওয়া হয়েছে।

আগামী ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত ফর্ম ডাউনলোড এবং জমা করতে পারবেন পড়ুয়ারা। ১১টা থেকে ৪টে পর্যন্ত তা করা যাবে। মেধা তালিকা প্রকাশ করা হবে ১৩ জুন। ১৪ থেকে ১৬ জুন ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।