Latest News

April 24, 2017

Mamata Banerjee to visit north Bengal today

Mamata Banerjee to visit north Bengal today

Bengal Chief Minister Mamata Banerjee will visit Cooch Behar and Alipurduar during her north Bengal visit starting today and hold administrative review meetings in both the districts. She is also said to be attending public rallies from where she will be distributing benefits to people as well.

The Bengal government had taken up several projects to ensure overall development of the districts. Banerjee will be taking stock of the development projects, works of which are going on in full swing in the districts. Alipurduar is a new district that has been carved out of Jalpaiguri and this is the 20th district of the state that came into existence on June 25, 2014.

The state government had prepared a comprehensive plan to ensure proper development of the new district. During her visit, the Chief Minister will be giving emphasis on those projects that have been taken up for the overall development of the newly-formed district including better communication facilities and healthcare system. She will also be taking stock on the progress of the work done in those projects. Most of the enclaves that came under the Indian Territory in 2014 lie in Cooch Behar.  The state government had taken up several projects including supply of power, construction of roads and distribution of ration cards among the enclave dwellers.  The Chief Minister will also be taking stock of the progress of the development work taken up for the enclaves.  She will also be addressing meeting with officials who are in-charges of executing the work in the enclaves and would plan the future road map for the overall development of the region.

 

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উন্নয়নের ডালি নিয়ে আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া জনসভাও করবেন এবং সেখান থেকে সাধারণ মানুষের হাতে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

২০১৪ সালের ২৫ জুন ২০ তম জেলা হিসেবে স্বীকৃতি পায় আলিপুরদুয়ার। এই জেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়নের কাজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধ্যায় নেতাজী সুভাষ ইনডোর স্টেডিয়ামে কোচবিহার জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর।

আগামীকাল কোচবিহার জেলার রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে এবং এরপর একটি জনসভা করবেন তিনি।