Latest News

January 3, 2017

Bengal CM inaugurates the third edition of Jangalmahal Utsav

Bengal CM inaugurates the third edition of Jangalmahal Utsav

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the third edition of Jangalmahal Utsav from the Medinipur College Ground in Paschim Medinipur district today. She also distributed prizes for the Jangalmahal Cup. The festival will be held from January 3 to 10.

The festival will showcase the region’s rich traditional cultural forms including dance forms like Chung, Rono-pa, Pata, Jhumur, Chhou, Bhadu-Tusu, Raibeshe and many others. Bengal’s folk music will add to the attractions. Dhamsa and madol, two popular folk percussion instruments of the State, were distributed among 480 cultural groups from 24 blocks.

Around 40 stalls and 4 pavillions will showcase and promote handicrafts from the Jangalmahal region.

The Jangalmahal Cup, organised by the State Youth Welfare Department in association with West Bengal Police, the  has been a tremendous success during the last few years. It was held in the districts of Paschim Medinipur, Bankura, Purulia and Birbhum, with competitions in sports like football, kabaddi and archery. The cultural competition included Chhou and other tribal dance forms.

 

Following are some of the key points from the Chief Minister’s speech:

  • The Jangalmahal Utsav starts today; it will showcase different forms of tribal culture.
  • I am happy that 45000 young sportspersons are participating in the Jangalmahal Cup.
  • We have allocated Rs 1 lakh per police station to organise sporting events in their areas.
  • I welcome the ruling of the Hon’ble Supreme Court banning politics of religion.
  • Life is about celebration and togetherness, not about politics and slander.
  • We do not support riots and disturbing the communal harmony. The Government will take strong action against this.
  • True religion is about respecting and loving all religions and standing by one another.
  • Bengal does not support anyone who incites violence among religions communities.
  • The Bengal Government will crack down heavily on anyone who tries to spread communal violence and disrupt peace.
  • Our Government provides benefits through Kanyashree, Sikhshashree, Yubashree, Sabuj Shree, Sabuj Sathi and many other schemes.
  • All the 553 people who received prizes today will be given jobs by the Government.
  • Kalimpong, Asansol and Jhargram will become new districts by Poila Boishakh.

 

 

তৃতীয় জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আজ পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে তৃতীয় জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল কাপ-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হল আজ। বিজয়ীদের হাতে জঙ্গলমহল কাপ তুলে দেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল উৎসব চলবে ৩-১০ জানুয়ারি পর্যন্ত।

পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর আয়োজিত এই অনুষ্ঠান থেকে মানুষের হাতে বিভিন্ন সরকারি পরিষেবাও তুলে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জঙ্গলমহল অন্তর্ভুক্ত ২৪ টি ব্লকের ৪৮০ টি সাংস্কৃতিক গোষ্ঠীকে ধামসা-মাদল প্রদান করা হয়।

এই উৎসবে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর নৃত্য গীত পরিবেশিত হবে – চাং নৃত্য, রণপা নৃত্য, পাতা নাচ, ঝুমুর গান, ছাপল নৃত্য, ভাদু-টুসু, ঘোড়া নাচ, নাটুয়া নাচ, ছৌ নাচ, সারপা নৃত্য, করম নৃত্য, বাহা নৃত্য, ভুয়াং নৃত্য, লোকসঙ্গীত, পাইক-ঢালি-রায়বেঁশে নৃত্য এবং অন্যান্য লোকসঙ্গীত ও নৃত্য, অন্যান্য লোকসঙ্গীত এবং ত্রিপুরা, মণিপুর ও ওড়িশার প্রাদেশিক লোকনৃত্য।

মেলা প্রাঙ্গনে রয়েছে বিভিন্ন দপ্তরের ৪০ টি স্টল, সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার ৪ টি সুদৃশ্য প্যাভিলিয়ন ও জঙ্গলমহলের ৬০ টি হস্তশিল্প বিক্রয় কেন্দ্র।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

আজ এখান থেকে শুরু জঙ্গলমহল উৎসবের; বিভিন্ন উপজাতির নাচ, লোকসঙ্গীত হবে এই উৎসবে

জঙ্গলমহলের ৪৫০০০ ছেলেমেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এরাই ভারতবর্ষ গড়বে

আমরা প্রত্যেকটি থানাকে নিজেদের এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য ১ লক্ষ টাকা দিচ্ছি

ধর্মের নাম ভোট চাওয়ার রাজনীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি

আমাদের সরকার সাধারণ মানুষের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, সবুজশ্রী ও সবুজ সাথী সহ বিভিন্ন পরিষেবা চালু করেছে

যে ৫৫৩ জন আজ পুরস্কৃত হয়েছেন তাদের সরকারি চাকরি দেওয়া হবে

পয়লা বৈশাখ থেকে কালিম্পং, আসানসোল ও ঝাড়গ্রাম নতুন জেলা হবে