September 6, 2017
Bengal CM inaugurates several new health facilities

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated several health facilities and nursing training schools through remote control from a city hotel.
The CM inaugurated a Mother & Child Hub at Jalpaiguri Zilla Hospital, a Blood Bank at Nayagram Multi Super Speciality Hospital, the newly structured Food Micro Biology Lab under the WBPHL, Kolkata and the SNCU unit of the Sagar Dutta Hospital.
She also inaugurated General Nursing & Midwifery (GNM) training schools at
Basirhat Zilla Hospital,
Jhargram Zilla Hospital, Jangipur Sub-divisional Hospital,
Sagar Dutta Hospital, and,
Ghatal Sub-divisional Hospital.
The seats for the following have been increased:
GNF training schools,
Bankura medical college,
Suri district hospital,
MJN hospital, Cooch Behar
North Bengal medical college hospital,
Darjeeling district hospital,
Balurghat district hospital,
Hooghly district hospital,
Howrah district hospital,
Uluberia district hospital,
Jalpaiguri district hospital,
Lalgarh,
SSKM,
Malda medical college & hospital,
Murshidabad medical college & hospital,
Nadia district hospital, Barasat district hospital,
Medinipur medical college,
Bardhaman medical college,
Tamluk district hospital,
Purulia district hospital.
স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করতে নতুন একগুচ্ছ পরিষেবা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন রাজ্যের ভেঙে যাওয়া স্বাস্থ্য পরিকাঠামো উজ্জীবিত করতে। আগের তুলনায় স্বাস্থ্যে বরাদ্দ বেড়েছে প্রায় ছ’গুন। প্রত্যেক সরকারি হাসপাতালে দেওয়া হয় সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসা। খোলা হয়েছে ন্যায্য দামের ওষুধের দোকান। মা ও শিশুর যত্নে দেওয়া হয়েছে বিশেষ জোর। স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে।
স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করতে আজ মুখ্যমন্ত্রী আরও একগুচ্ছ স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করলেন।
উদ্বোধন হল জলপাইগুড়িতে জেলা হাসপাতালে মাদার ও চাইল্ড হাব, নয়াগ্রাম মাল্টি/সুপার স্পেসালিটি হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ পাবলিক হেলথ ল্যাবরেটরি তে ফুড মাইক্রোবায়লজি ল্যাবরেটরি’র উন্নীতকরন, কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতালে এস.এন.সি.এউ.।
উদ্বোধন হল ৫টি জি.এন.এম. ট্রেনিং স্কুলের বসিরহাট জেলা হাসপাতাল, ঝাড়গ্রাম জেলা হাসপাতাল, জঙ্গীপুর মহকুমা হাসপাতাল, কলেজ ও মেডিসিন ও সাগর দত্ত হাসপাতাল, ঘাটাল মহকুমা হাসপাতালে।
এর পাশাপাশি কিছু জি.এন.এম. ট্রেনিং স্কুলের আসনসংখ্যা বৃদ্ধি পেল:
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,
সিউড়ি জেলা হাসপাতাল,
কোচবিহারের এম.জে.এন. হাসপাতাল,
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,
দার্জিলিং জেলা হাসপাতাল,
বালুরঘাট জেলা হাসপাতাল,
হুগলী জেলা হাসপাতাল,
হাওড়া জেলা হাসপাতাল,
উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল,
জলপাইগুড়ি জেলা হাসপাতাল,
লালগড়,
এস.এস.কে.এম হাসপাতাল,
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,
নদীয়া জেলা হাসপাতাল,
কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল,
বারাসাত জেলা হাসপাতাল,
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল,
তমলুক জেলা হাসপাতাল,
পুরুলিয়া জেলা হাসপাতাল।