April 21, 2017
Our civil services cadets are like our family members: Bengal CM at the inauguration of Uttirna

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the newly-constructed open air stage – Uttirna – at Alipore. Uttirna is a state-of-the-art open-air stage with the capacity to accommodate 1,968 people at a time and it is one of the dream projects of the Chief Minister.
Uttirna comprises a stage, green room, banquet hall, food court, media centre, cafetaria, conference room and other services. Uttirna is part of the ‘Dhana Dhanyo’ project being carried out by the Public Works Department.
The state government for the first time held a programme on the occasion of Civil Services Day at Uttirna today. It was be attended by officials of the West Bengal Civil Service, Indian Administrative Service and Indian Police Service and dignitaries of the cultural field.
The salient points of Mamata Banerjee’s speech:
- Our civil services cadets are like our family members. We are proud of them.
- This place was a waste land before. We have turned it into an open-air theatre now.
- Conferences and exhibitions can be held at Uttirna. It has a seating capacity of 2,000.
- We are also building a stadium, ‘Dhana Dhanyo’ with a seating capacity of 3,000.
- We are also setting up ‘Saujanya’ – a State Government guest house – at Hastings.
- We respect all languages but we cannot forget our own language and our roots. We must respect Bengali.
- We are setting up a convention centre of international standards at New Town. We have set up Mother’s Wax Museum there.
- We have set up 41 multi super hospitals, 300 SNCUs, 60 SNSUs, polytechnics, ITIs, 66 colleges, 15 universities.
- There is a lot of potential in Bengal. We want more IAS and IPS officers to come to the State.
- We have registered 80,000 folk artistes under the Lok Prasar Scheme. We will register 1 lakh more artistes.
- Health care is free in Bengal. Even private hospitals are covered under the Swasthya Sathi Scheme.
- We have started paternity leaves for State Government employees.
- Civil services cadets are sent to Singapore for training.
- Civil services officers form the policy implementation groups of the State Government.
- We have conducted over 160 meetings at the block level covering all the districts. This is a precedent for other States.
- We have set up 26 helipads in the State.
- We are setting up airports in Malda, Balurghat and Cooch Behar.
- We are developing six theme cities across the State.
- From day one, we have worked for e-governance. We received the Golden Peacock Award for e-services.
- Scholarships like Kanyashree and Yuvashree, pensions and salaries are all paid online.
- There are 716 villages in Bengal without banks or post offices, so we cannot insist on cashless payment there.
- Eight crore people in Bengal receive rice at Rs 2 per kg.
- We are bearing the burden of a huge debt. But still we are following FRBM and working for the people.
- We need more and more civil services officers. They create employment opportunities for others.
- Every year we will observe Civil Services Day at Uttirna.
আজ ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
আজ আলিপুরে ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০০ আসন বিশিষ্ট এই ৫ তলা মুক্তমঞ্চটি পূর্ত দপ্তরের ‘ধন ধান্য’ প্রকল্পের অন্তর্গত।
‘উত্তীর্ণ’ তে থাকছে একটি স্টেজ, গ্রীন রুম, ব্যাংকোয়েট হল, কনফারেন্স রুম, মিডিয়া সেন্টার, ক্যাফেটেরিয়া, ফুড কোর্ট ও অন্যান্য পরিষেবা।
আজ ‘উত্তীর্ণ’ তে রাজ্য সরকার সিভিল সার্ভিস দিবস উদযাপন করে।
মুক্তমঞ্চ ‘উত্তীর্ণ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- আমাদের সিভিল সার্ভিস কর্মীরা আমাদের পরিবারের সদস্য। আমরা ওদের জন্য গর্বিত
- আগে এখানে জঙ্গল ছিল। এই জায়গাটায় আমরা একটা মুক্তমঞ্চ তৈরী করেছি
- বিভিন্ন কনফারেন্স, প্রদর্শনী করা যাবে এই ২০০০ আসন বিশিষ্ট ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চে
- আমরা ৩০০০ আসনের ‘ধনধান্য’ স্টেডিয়াম তৈরী করছি
- আরও একটি সরকারী গেস্ট হাউস ‘সৌজন্য’ তৈরী হচ্ছে
- আমরা সব ভাষাকে শ্রদ্ধা করি। আমরা আমদের নিজেদের ভাষাকে ভুলে যেতে পারি না
- নিউটাউনে একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরী হচ্ছে। আমরা মাদার ওয়াক্স মিউজিয়াম তৈরী করেছি
- ৪১টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ৩০০টি SNCU,৬০টি SNSU,পলিটেকনিক কলেজ, আইটিআই, ৬৬টি নতুন কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরী করেছি
- বাংলায় অনেক কাজের সুযোগ আছে। আমরা চাই আরও আইএএস, আইপিএস অফিসার আসুক রাজ্যে
- ৮০ হাজার লোকশিল্পীকে আমরা লোক প্রসার প্রকল্পের আওতায় এনেছি, আরও ১ লক্ষের নাম নথিভুক্ত করা হবে
- বাংলায় বিনামূল্যে স্বাস্থ্যপরিষেবা পাওয়া যায়। বেসরকারী হাসপাতালগুলিকেও স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে
- আমরা সরকারী কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু করেছি। সিভিল সার্ভিস কর্মীরদের প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে
- সিভিল সার্ভিস কর্মীরাই নীতি বাস্তবায়ন করেন
- বিভিন্ন জেলার ব্লকস্তরে আমরা ১৬০টি প্রশাসনিক বৈঠক করেছি। অন্য রাজ্যগুলির জন্য এটি একটি উদাহরণ
- আমরা ২৬ টি হেলিপ্যাড তৈরী করেছি। মালদা, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দর তৈরী হচ্ছে
- আমরা ৬ টি থিম সিটি তৈরী করছি
- প্রথম দিন থেকে আমরা ই-গভরন্যান্স চালু করেছি। ই-সার্ভিসের জন্য আমরা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছি
- কন্যাশ্রী, যুবশ্রী, পেনশন, বেতন সব কিছু অনলাইন মাধ্যমে দেওয়া হচ্ছে
- বাংলার ৭১৬টি গ্রামে ব্যাঙ্ক ও পোস্ট অফিস নেই। সেখানে ক্যাশলেস পেমেন্ট বাধ্যতামূলক করা যাবে না
- বাংলার ৮ কোটি মানুষ ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন
- আমাদের মাথায় বিপুল ঋণের বোঝা। তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি
- আমাদের আরও সিভিল সার্ভিস কর্মী চাই। ওরা অনেক বেকার ছেলেমেয়েদের জন্য কর্মসংস্থান করেন
- প্রত্যেক বছর আমরা উত্তীর্ণতেই সিভিল সার্ভিস দিবস উদযাপন করব