Latest News

October 17, 2016

Land in Singur to be returned to farmers on Oct 20, Bengal CM to be present

Land in Singur to be returned to farmers on Oct 20, Bengal CM to be present

Chief Minister Mamata Banerjee today announced that the process of giving physical possession of land in Singur will begin on October 20 and will be completed in 15-20 days. The CM will be present in Singur on October 20, 2016 to launch the process.

She chaired a meeting in Nabanna earlier in the day to decide the date from when the process of giving “physical possession” of land to farmers can begin. She was briefed on the progress of work in Singur.

The State Government has left no stone unturned to abide by the order of the Supreme Court Division Bench. Terming the acquisition of 997 acres of land for the Tata’s Nano car project in Singur unjustified, the Division Bench had directed the present State Government on August 30 to return the land in cultivable form within 12 weeks.

 

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ২০শে অক্টোবর সিঙ্গুরে শুরু হবে জমি ফেরতের প্রক্রিয়া

প্রস্তুত সিঙ্গুর! ৮০ শতাংশ জমি চাষযোগ্য করার কাজ শেষ৷ ৯০ শতাংশ মানুষকে জমির চেক ও পরচা দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ২০শে অক্টোবর জমি ফেরতের প্রক্রিয়া শুরু হবে।

আজ সিঙ্গুরে জমি চাষযোগ্য করে তোলার কাজের অগ্রগতি জানতে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান সিঙ্গুরে ৮০% জমিই চাষযোগ্য করে তোলা হয়েছে।

জমি হস্তান্ততের প্রক্রিয়ার সূচনা করতে ২০শে অক্টোবর মুখ্যমন্ত্রী নিজে সিঙ্গুরে উপস্থিত থাকবেন।