Latest News

May 5, 2017

Bengal CM chairs an administrative review meeting in Nadia

Bengal CM chairs an administrative review meeting in Nadia

Bengal Chief Minister Mamata Banerjee chaired an administrative review meeting in Nadia district today. The meeting was held at Rabindra Bhavan in Krishnanagar.

This is the second administrative review meeting in Nadia since Mamata Banerjee assumed office for the second time in 2016. Government officials, elected representatives and ministers attended the meeting.

During the meeting, the Chief Minister launched the Standard Operating Procedure for maintaining safety during water transport.

The Chief Minister also inaugurated water supply projects for Ranaghat and Nabadwip municipalities.

 

নদীয়া জেলায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার কৃষ্ণনগরে নদিয়া জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন। কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে এই বৈঠক হয়। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই মমতা ব্যানার্জির নদীয়ায় দ্বিতীয় প্রশাসনিক বৈঠক। এর আগে গতবছর আগস্টে কল্যাণীতে নদীয়া জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেছিলেন তিনি।

এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও মহকুমা শাসক ও বিডিও–রা উপস্থিত ছিলেন। জনপ্রতিনিধিদের মধ্যে জেলা পরিষদের সদস্যরা, পঞ্চায়েত সমিতির সভাপতিরা, সাংসদ ও বিধায়করা উপস্থিত ছিলেন। শুক্রবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী কলকাতার ফিরবেন।

উল্লেখ্য, ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জি কৃষ্ণনগর শহরে চারটি প্রশাসনিক বৈঠক করেছেন। প্রথম দুটি করেছিলেন সার্কিট হাউসে ২০১২ সালে। আর শেষবার ২০১৪ সালের আগস্ট মাসে বৈঠক করেছিলেন এই কৃষ্ণনগর রবীন্দ্র ভবনেই। তখন সংস্কার কাজের পর নতুন রূপের কৃষ্ণনগর রবীন্দ্র ভবনের উদ্বোধনও করেছিলেন তিনি।‌‌

আজ এই বৈঠকে তিনি রানাঘাট ও নবদ্বীপ পুরসভার জন্য জল সরবরাহ প্রকল্প উদ্বোধন করেন। এছাড়াও জলপথ নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে রাজ্য সরকার আজ চালু হয় ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ যার সূচনা করেন মুখ্যমন্ত্রী।